ঢাকা ২৯ অক্টোবর ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

সিলেটে সড়কে শিশুর মৃত্যু আহত পাঁচ

সিলেটে সড়কে শিশুর মৃত্যু আহত পাঁচ

সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার তেতলিতে বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে সৌম্য কর নামে ৬ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার পরিবারের আরো ৫ সদস্য আহত হন। সৌম্য মৌলভীবাজার সদর উপজেলার কমলাকলস এলাকার সন্তোষ দে’র ছেলে। এ ঘটনায় সন্তোষ দে ছাড়াও তার স্ত্রী রিতা দে, মেয়ে বৃষ্টি (১৫) ও মৌ দে (৫) আহত হয়। আহত অন্য একজনের নাম জানা যায়নি।

ওসমানী মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জুয়েল চৌধুরী একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় ওই পরিবারের আরো ৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৪ জন ওসমানী হাসপাতালে এবং একজন বেসরকারি নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের তেতলির হাবিব হোসেন অ্যান্ড সন্স ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। বিপরীতমুখী বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৩০৮৬) ও প্রাইভেটকারের (ঢাকা মেট্রো-গ-১৫-৭৬৬৬) মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে প্রাইভেটকারের সামনের দিক দুমড়েমুচড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে ওসমানী হাসপাতাল এবং নর্থইস্ট হাসপাতালে প্রেরণ করে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত