ঢাকা ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বরিশালে হারিয়ে যাওয়া ২১টি মোবাইল ফোন সেট উদ্ধার

বরিশালে হারিয়ে যাওয়া ২১টি মোবাইল ফোন সেট উদ্ধার

বরিশালে হারিয়ে যাওয়া ২১টি মোবাইল ফোন উদ্ধার করেছে জেলা পুলিশ। মোবাইল ফোনগুলো মালিকদের কাছে ফেরত দেয়া হয়েছে এরইমধ্যে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম। এ সময় তিনি বলেন, গত ডিসেম্বর ও জানুয়ারির মধ্যে বরিশাল জেলার বিভিন্ন থানায় যেসব মোবাইল ফোন হারিয়ে যাওয়ার জিডি হয়েছে, তার মধ্যে ২১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। সাধারণত থার্ড পার্টির মাধ্যমে এসব মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পুলিশ সুপার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, এ নিয়ে গত এক বছরের মধ্যে আমরা ৭১টি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়েছি। সাধারণত প্রতি মাসে প্রতিটি থানায় ১০ থেকে ১৫টি মোবাইল হারিয়ে যাওয়ার জিডি হয়ে থাকে। আমাদের এ সেবা চলমান থাকবে। এ সেবার মাধ্যমে জেলার বিভিন্ন থানায় সংঘটিত চুরি, ডাকাতি, ছিনতাই, খুনসহ বিভিন্ন অপরাধ শনাক্তপূর্বক অতি দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশা করি। মোবাইল পেয়ে অভিযোগকারীরা জানান, মোবাইল ফেরত পাবেন এরকম আশা ছিল না। এই মোবাইল ফেরত পেয়ে তারা খুশী।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত