ঢাকা ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কাল থেকে চট্টগ্রামে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু

কাল থেকে চট্টগ্রামে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু

দেশের বাণিজ্যিক রাজধানী ও বন্দর নগরী চট্টগ্রাম নগরের রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে ৩০তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। বিকাল ৩টায় মেলার উদ্বোধন করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সিনিয়র সহ-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। মেলায় এবারের প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে ২০ টাকা। এছাড়া প্লে থেকে সপ্তম শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে টিকিটের ব্যবস্থা করা হয়েছে।

গতকাল মঙ্গলবার নগরীর আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে এসব তথ্য জানান চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাহবুবুল আলম।

তিনি জানান, মেলায় ২০টি প্রিমিয়ার প্যাভিলিয়ন, ৫৬টি প্রিমিয়ার স্টল, ৯৪টি গোল্ড স্টল, ৪৮টি মেগা স্টল, ১১টি ফুড স্টল, তিনটি আলাদা জোন নিয়ে মোট ৪০০টি স্টলে ৩০০-এর অধিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। এবারের মেলায় নিজস্ব পণ্য নিয়ে অংশগ্রহণকারী ভারত, থাইল্যান্ড ও ইরানসহ বিভিন্ন দেশের স্টল রয়েছে। সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে মেলা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত