বাসাবাড়িতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করছে তিতাস

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সংবাদ বিজ্ঞপ্তি

রাজধানীর মিরপুর, কল্যাণপুর ও মধ্য পীরেরবাগ এলাকায় বাসাবাড়িতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান পরিচালনা করছে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। গতকাল বুধবার মিরপুর মাজার রোড এলাকায় বেলা ১১টা থেকে বিচ্ছিন্নকরণ অভিযান শুরু করে বিকাল ৫টায় মধ্য পীরেরবাগ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ৭টি বাড়িতে অভিযান পরিচালনা করে মোট ৮৫টি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এসব অবৈধ লাইনের জরিমানা বাবদ মোট ১ লাখ ২০ হাজার টাকা আদায় করা হয়েছে। ঢাকার জেলা ম্যাজিস্ট্রেট দিদারুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করছেন মিরপুর তিতাস জোনের ব্যবস্থাপক প্রকৌশলী মো. শাহিদুর রহমান। শাহিদুর রহমান বলেন, আমরা প্রতিনিয়ত এ ধরনের অভিযান পরিচালনা করে থাকি। অনেক বাসাবাড়িতে একটি বা দুটি বৈধ সংযোগ নিয়ে সেখান থেকে অন্যান্য লাইনগুলো টানা হয়, যা অবৈধ। আজকের অভিযানে আমরা অবৈধসহ বৈধ লাইনগুলোও কাটছি। পাশাপাশি জরিমানাও করছি। তিনি আরো বলেন, তিতাসের এই অভিযান অব্যাহত থাকবে।