তৃণমূলের মতামতে ছাত্রলীগের কমিটি

বললেন সাদ্দাম হোসেন

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নারায়ণগঞ্জ প্রতিনিধি

স্মার্ট বাংলাদেশ গড়তে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগে গতিশীল নেতৃত্ব দেয়া হবে ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান। তারা বলেছেন, ঢাকার পাশের নারায়ণগঞ্জ সব সময়ে গুরুত্বপূর্ণ। সে কারণে এ মহানগর থেকেই মাঠ পর্যায়ে কর্মিসভা করে নেতা নির্বাচন শুরু করতে যাচ্ছি। আগামী দিনের ছাত্রলীগ হতে হবে স্মার্ট এবং আধুনিক একটি বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বিশ্বস্ত হাতিয়ার। গতকাল শনিবার বিকেলে শহরের ওসমানী স্টেডিয়াম মাঠে মহানগর ছাত্রলীগের কর্মিসভায় বক্তব্য দিতে গিয়ে এ দুই নেতা এসব কথা বলেন। কর্মী সভাতে বক্তা ছিলেন এ দুইজনই। মঞ্চে ছিল না কোনো চেয়ার। স্থানীয় এমপি শামীম ওসমান, জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল থেকে শুরু করে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারা সবাই ছিলেন দর্শক সারিতে বসা এবং তাদের কেউ বক্তব্য দেননি। তবে সভাপতি ও সাধারণ সম্পাদকের বক্তব্য চলাকালে পাশে জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রাফেল, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান রিয়াদ ও সাধারণ সম্পাদক হাসনাত শরীফ বিন্দু ছিলেন।

সভাপতি সাদ্দাম হোসেন বলেন, আজকে আমরা দেখে গেছি নারায়ণগঞ্জ ছাত্রলীগের অবস্থান। আমরা শুধু ঢাকায় বসে প্রেস রিলিজ দিয়ে কমিটি দিতে রাজি না। মাঠে ঘুরে ছাত্রলীগের অবস্থান দেখে তৃণমূলের মতামতে কমিটি দিব। কিন্তু সেই কমিটিকে অবশ্যই হতে হবে গতিশীল ও স্মার্ট।