ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সাব্বির খন্দকারের মৃত্যুবার্ষিকীতে র‍্যালি

সাব্বির খন্দকারের মৃত্যুবার্ষিকীতে র‍্যালি

সন্ত্রাসীদের গুলিতে নিহত সাব্বির আলম খন্দকারের বড় ভাই অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেন, সন্ত্রাসী মামলায় জাকির খান সাজাপ্রাপ্ত হয়েছে। সাজা মাথায় নিয়ে সে নারায়ণগঞ্জে সন্ত্রাসী ও চাঁদাবাজি অব্যাহত রেখেছে। জাকির খানের চাঁদাবাজির ভাগ পুলিশে পায়। নতুবা এই চাঁদাবাজি বন্ধ করে না কেন? আমাদের বহু চেষ্টার পর এই সন্ত্রাসী ধরা পড়েছে এখন আপনাদের সহযোগিতা চাই। অনেকেই তাকে জনপ্রিয় বলে কিন্তু জনপ্রিয় হওয়ার মতো সে এবং তার পরিবারের সদস্যরা পতিতালয় পরিচালনা ছাড়া কোনো কাজ করেনি। গতকাল শনিবার সাব্বির আলম খন্দকারের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শোক সভায় তিনি এসব কথা বলেন। এদিন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে সাব্বির আলম খন্দকার ফাউন্ডেশনের উদ্যোগে এই শোকসভার আয়োজন করা হয়। শোকসভা শেষে প্রেসক্লাব থেকে শুরু করে মাসদাইর কবরস্থান পর্যন্ত শোক র‍্যালি ও সাব্বির আলমের কবরস্থানে শ্রদ্ধাঞ্জলী ও জিয়ারত করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত