Murdoch University এবং CSIRO, Australian প্রতিনিধি দলের বারি পরিদর্শন

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সংবাদ বিজ্ঞপ্তি

Murdoch University এবং CSIRO, Australian প্রতিনিধির ১১ জনের একটি দল গতকাল রোববার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেছেন। প্রতিনিধি দলের মধ্যে ছিলেন (CSIRO, Project Leader) Dr. Mohammed Mainuddin, (CSIRO Research Program Manager, Water) Dr. Neil Lazarow, Prof. Richard Bell (Murdoch University), Dr. Davina Boyd (Murdoch University), Dr. Jorge Pena-Arancibia (CSIRO), Dr. Marta Monjardino (CSIRO), Dr. Diogenes Antille (CSIRO), Dr. Fazlul Karim (CSIRO), Dr Ami Chand Sharma (Fiji Ministry of Agriculture), Dr. Miaomiao cheng (Murdoch University) Ges Dr. Md Enamul Haque (Murdoch University)। Australian প্রতিনিধি দল বারি সদর দপ্তরের সামনে এসে পৌঁছলে তাকে স্বাগত জানান ইনস্টিটিউটের বিজ্ঞানী ও কর্মকর্তারা। পরে বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকারের উপস্থিতিতে তার কার্যালয়ে বারির বিজ্ঞানীদের সাথে প্রতিনিধি দল সংক্ষিপ্ত মত বিনিমিয় করেন। এরপর মাল্টিমিডিয়া প্রদর্শনের মাধ্যমে ইনস্টিটিউটের বিভিন্ন কার্যক্রম, অগ্রগতি ও সাফল্য তুলে ধরেন বারির কৃষিতত্ত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. দিলোয়ার আহমদ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন পরিচালক (গবেষণা) ড. মো. তারিকুল ইসলাম, পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. ফেরদৌসী ইসলাম, পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. সোহেলা আক্তার, কৃষি পরিসংখ্যান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আব্দুল মোনায়েম মিয়া, সরেজমিন গবেষণা বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মাজহারুল আনোয়ার ও ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. ফারুক হোসেন, প্রশিক্ষণ ও যোগাযোগ উইং এর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্র্তা ড. মো. মিজানুর রহমান এবং সরেজমিন গবেষণা বিভাগের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. তাসলিমা জাহান।

পরে অতিথিরা ইনস্টিটিউটের আইপিএম ও টক্সিকোলজি ল্যাব, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের হাইড্রোপনিক ল্যাব, কন্দাল ফসল গবেষণা কেন্দ্রের এরোফনিক ল্যাব, ফার্ম মেশিনারি অ্যান্ড পোস্ট হারভেস্ট প্রসেস ইঞ্চিনিয়ারিং বিভাগের ফার্ম মেশিনারি ল্যাব পরিদর্শন করেন এবং ইনস্টিটিউটের বর্তমান কার্যক্রম, অগ্রগতি ও সাফল্য দেখে সন্তোষ প্রকাশ করেন।