ঢাকা ২৯ অক্টোবর ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

স্বর্ণালংকার ও টাকা লুট করতে নানিকে শ্বাসরোধে হত্যা

স্বর্ণালংকার ও টাকা লুট করতে নানিকে শ্বাসরোধে হত্যা

নারায়নগঞ্জের ফতুল্লায় নানি আয়শা বেগমকে (৬১) হত্যাকাণ্ডে জড়িত থাকার অপরাধে নাতি মো. রাকিবকে (২৫) গ্রেপ্তার করেছে পিবিআই পুলিশ। গতকাল সোমবার দুপুরে সিদ্ধিরগঞ্জে পিবিআই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। এর আগে গত সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাতে ফতুল্লার পশ্চিম তল্লা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গত ১৫ ফেব্রুয়ারি নিহতের মেয়ে নাসরিন আক্তার বাদী হয়ে ফতুল্লা থানায় একটি মামলা করেন। ১৬ ফেব্রুয়ারি ফতুল্লার পশ্চিম তল্লা এলাকা থেকে মো. রাকিবকে গ্রেপ্তার করা হয়। সংবাদ সম্মেলনে পিবিআই জানায়, গত ১৩ ফেব্রুয়ারি বিকালে বাদীনির মা আয়শা বেগম সিদ্ধিরগঞ্জে তার ভাইয়ের বাসা থেকে বাদীনির বাসায় আসেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত