ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বশেমুরকৃবি’র ভাষা শহীদ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

বশেমুরকৃবি’র ভাষা শহীদ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

গতকাল মঙ্গলবার মাতৃভাষা দিবসের কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, কালো ব্যাজ ধারণ, র‍্যালি, পুষ্পস্তবক অর্পণ, আলোচনা ও বিশেষ দোয়া। দিবসের শুরুতে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়ার নেতৃত্বে শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা, কর্মচারীদের অংশগ্রহণে একটি র‍্যালি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে এসে শেষ হয়। র‍্যালি শেষে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে প্রথমে ভাইস-চ্যান্সেলরের নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, গণতান্ত্রিক শিক্ষক পরিষদ, আবাসিক হলসমূহ, বঙ্গবন্ধু কর্মকর্তা পরিষদ, বঙ্গবন্ধু কর্মচারী পরিষদ ও বিশ্ববিদ্যালয় স্কুল শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে। বাদ যোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত