বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস পালিত

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বরিশাল ব্যুরো

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) দিবস উপলক্ষ্যে ক্যাম্পাসের শহীদ বেদিতে শ্রদ্ধা, র‍্যালি, আলোচনা সভা ও নবাগত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে এই কর্মসূচি উদ্বোধন করেন প্রধান অতিথি পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী) আবুল হাসানাত আবদুল্লাহ এমপি। ববি উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও ববি ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। আরও উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার সাইফুল ইসলাম, বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর হোসাইন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ প্রমুখ।

কর্মসূচির শুরুতে প্রধান অতিথি বেলুন ও ফেস্টুন উড়িয়ে কর্মসূুচ উদ্বোধন করেন। এসময় ববির শহীদ বেদিতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে অতিথি ও শিক্ষার্থীরা একটি র‍্যালিতে অংশগ্রহণ শেষে আলোচনা সভা হয়। সভা শেষে ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের স্নাতক (সম্মান) শিক্ষার্থীদের সংবর্ধনা দেন অতিথিরা।

শিক্ষার্থীদের উদ্দেশে আবুল হাসানাত আবদুল্লাহ বলেন, ১৯৭৩ সালে বরিশাল বঙ্গবন্ধু উদ্যানে বক্তৃতা দিচ্ছিলেন জাতির পিতা শেখ মুজিবুর রহমান। তখন আমার (হাসানাতের) বাবা আবদুর রব সেরনিয়াবাত তার কাছে দাবি করে বলেছিলেন, আমাদের দক্ষিণাঞ্চল অবহেলিত, তাই একটি বিশ্ববিদ্যালয় প্রয়োজন। বঙ্গবন্ধু সেদিন বলেছিলেন, বাংলাদেশে কোন বিশ্ববিদ্যালয় যদি হয় আগে দক্ষিণাঞ্চলে হবে। দুর্ভাগ্যের বিষয় ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার মধ্যদিয়ে সেদিন যারা ক্ষমতায় আসলেন, তারা এই স্বপ্ন পূরণ করেনি। তা বাস্তব করেছেন বঙ্গবন্ধুর মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে জাতি তার ইতিহাস জানে না, সেই জাতি কোনো দিনই মর্যাদাশীল জাতি হতে পারে না। তাই আপনারা সঠিক ইতিহাস জানবেন, পরবর্তী প্রজন্মকে জানাবেন। তিনি আরও বলেন, দুর্ভাগ্য আমাদের জাতির, যারা এই হত্যাকাণ্ডে জড়িত ছিল তারাই স্বীকার করেছেন হত্যাকাণ্ডের কথা। এরপর যারা ক্ষমতা গ্রহণ করলেন, একদলীয় শাসন ব্যবস্থা চালু করলেন, উর্দি পরে নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করলেন এবং হাঁ না ভোট দিলেন তারা এই বিচারের পথটারে রুদ্ধ করে দিলেন। বিচার ঠেকিয়ে হত্যাকাণ্ডে জড়িতদের বিভিন্ন দূতাবাসে চাকরিও দেয়া হয়েছে।