‘তফসিল ঘোষণার পর পুলিশ নির্বাচন কমিশনের অধীনে থাকবে’

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বরিশাল ব্যুরো

পুলিশ বাহিনী অনেক এগিয়ে গেছে। তারা এখন জনগণের বন্ধু। পুলিশ বাহিনী এখন জনগণের আস্থার জায়গায় পরিণত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বরিশালের মুলাদী থানার সাড়ে ৬ কোটি টাকা ব্যয়ে চারতলা নবনির্মিত ভবনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এসব কথা বলেন।

পুলিশ সুপার ওয়াহিদুল ইসলামের সভাপতিত্বে নবর্নির্মিত ভবনের ফলক উন্মোচনকালে তিনি আরও বলেন, নির্বাচনের সময় পুলিশ বাহিনী নির্বাচন কমিশনের কথামতো কাজ করে। নির্বাচন কমিশন যখন নির্বাচনি তফসিল ঘোষণা করবেন তখন পুলিশ নির্বাচন কমিশনের অধীনে থাকবে। তারা পুলিশ নিয়ন্ত্রণ করবে। শুধু পুলিশই নয়, নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে নিয়ন্ত্রণ করবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন যেভাবে চায় সেভাবেই কাজ করবে তারা।

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন জায়গায় দু’একজন জঙ্গির উপস্থিতির কথা শোনা যায়। তবে, জঙ্গিরা যেখানেই লুকিয়ে থাকুক না কেন তাদের আইনের আওতায় আনা হবে। কোনো ছাড় দেয়া হবে না। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, শুধু দক্ষিণাঞ্চল নয় সিলেটেও কয়েকজন জঙ্গির নাম এসেছে। আমাদের গোয়েন্দা সংস্থা ও পুলিশ তৎপর। শুধু দক্ষিণাঞ্চলে নয় সারা দেশে তারা যেখানেই থাকুক না কেন আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থা অত্যন্ত দক্ষতার সঙ্গে কার্যকর ভূমিকা নিচ্ছে। তিনি বলেন, মুলাদি থানার মতো একই নকশায় দেশে ১০১টি থানা নির্মাণ করা হচ্ছে। এসব থানায় সর্বাধুনিক প্রযুক্তির পাশাপাশি হেল্প ডেস্ক থাকবে।

নবনির্মিত ভবন উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন, বরিশাল সিটি করপোরেশন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বরিশাল-২ আসনের সংসদ সদস্য শাহে আলম তালুকদার, বরিশাল-৩ আসনের সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু, বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ নাথ, বরিশাল-৬ আসনের সংসদ সদস্য নাসরিন জাহান রত্না, সংরক্ষিত নারী আসন-২৮ আসনের সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. প্রফেসর সাদেকুল আরেফিন, বরিশালের বিভাগীয় কমিশনার আমিন উল আহসান, বরিশাল রেঞ্জের ডিআইজি এসএম আক্তারুজ্জামান, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. সাইফুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট কেএম জাহাঙ্গীর প্রমুখ।