কোস্ট গার্ডের অভিযান

না.গঞ্জ ও মুন্সীগঞ্জে বিপুল পরিমাণ বিষাক্ত চিংড়ি জব্দ

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সংবাদ বিজ্ঞপ্তি

গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সকালে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন পাগলা লেফটেন্যান্ট শাম্স সাদেকীন নির্নয়ের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলার ধলেশ্বরী ব্রিজ-সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে খুলনা থেকে চট্টগ্রামগামী একটি বাস এবং দুটি ট্রাক তল্লাশি করে আনুমানিক ৮ হাজার ২৫০ কেজি বিষাক্ত জেলি পুশকৃত চিংড়ি জব্দ করা হয়। অভিযানে কেরানীগঞ্জ উপজেলা উপ-সহকারী মৎস্য কর্মকর্তা আশিকুর রহমান উপস্থিত ছিলেন।

অপরদিকে, রাতে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন মাওয়া কর্তৃক মুন্সীগঞ্জ জেলার, পদ্মা উত্তর থানাধীন, লৌহজং উপজেলার পদ্মা ব্রিজ-সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে খুলনা থেকে চট্টগ্রামগামী একটি ট্রাক তল্লাশি করে আনুমাণিক ৪ হাজার কেজি বিষাক্ত জেলি পুশকৃত চিংড়ি জব্দ করা হয়। অভিযানে লৌহজং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফরিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

জব্দকৃত জেলি পুশকৃত চিংড়ির প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে, ট্রাকে বিষাক্ত জেলি পুশকৃত চিংড়ি ছাড়াও অন্যান্য মাছ থাকায় ট্রাক চালকদের কাছ থেকে মুচলেকা নিয়ে অন্যান্য মাছ এবং ট্রাকসহ ছেড়ে দেয়া হয়।

পরবর্তীতে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জেলি পুশকৃত চিংড়ি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।