ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ব্রি’র ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আন্তর্জাতিক সিম্পোজিয়াম

ব্রি’র ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আন্তর্জাতিক সিম্পোজিয়াম

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) গৌরব ও সাফল্যের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে গত শুক্রবার গাজীপুরের ব্রি সদর দপ্তরে দিনব্যাপী আন্তর্জাতিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়। ব্রি মিলনায়তনে অনুষ্ঠিত ‘বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে ধান গবেষণায় ব্রির অর্ধশতাব্দী’ শীর্ষক এ সিম্পোজিয়ামে দুই সেশনে মোট ১৪টি প্রবন্ধ উপস্থাপন করেন দেশি-বিদেশি উপস্থাপকরা। এতে স্বাগত বক্তব্য রাখেন ব্রি’র মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর। সিম্পোজিয়ামে প্রথম সেশনে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য প্রফেসর ড. লুৎফুল হাসান। এ সেশনে মোট আটটি প্রবন্ধ উপস্থাপিত হয়। এগুলো উপস্থাপন করেন ব্রির উদ্ভিদ প্রজনন বিভাগের সিএসও এবং প্রধান ড. কেএম ইফতেখারুদ্দৌলা, গ্লোবাল ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটির (জিআইএফএস) বঙ্গবন্ধু রিসার্চ চেয়ার ড. এন্ড্রিউ শার্প, ন্যাশনাল রিসার্চ কাউন্সিল অব কানাডার সিনিয়র রিসার্চ অফিসার ড. পঙ্কজ ভৌমিক, ফিলিপাইন্সের Native Trait Discovery and deployment International Rice Research Institute-এর ব্রিডিং ইনোভেশনস এন্ড ইনফরমেটিক্স ইউনিট প্রধান ড. ডামিয়েন জে প্লাটেন (জুম প্লাটফর্ম), ইরির সিনিয়র বিজ্ঞানী ড. বিপিএম শোয়ামি (জুম প্লাটফর্ম), জাপানের Iwate University-এর ক্রপ সায়েন্স ল্যাবরেটরির অধ্যাপক প্রফেসর ড. হিরোয়োওকি শিমোনো (জুম প্লাটফর্ম), রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের বায়োফরমেটিক্স ল্যাবের অধ্যাপক ড. মো. নূরুল হক মোল্লা (জুম প্লাটফর্ম) এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বিএসএমআরএইউ) ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো. তোফাজ্জল ইসলাম। সিম্পোজিয়ামে দ্বিতীয় সেশনে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বিএসএমআরএইউ) উপাচার্য প্রফেসর ড. মো. গিয়াস উদ্দিন মিয়া। এ সেশনে প্রবন্ধ উপস্থাপন করেন এগ্রিকালচার সেক্টর ডেভেলপমেন্ট অ্যান্ড মডেলিয়েংর ফ্রিল্যান্স কনসালটেন্ট ড. মঈনুস সালাম, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সিএসও ড. আইয়ুব হোসেন, সুপ্রিম সিড কোম্পানি লি.-এর চেয়ারম্যান মো. মাসুম, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. মো. ইউনুস আলী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. এম নাহিদ সাত্তার এবং বাকৃবি’র কৃষি বানিজ্য এবং বিপনন বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। সিম্পোজিয়ামে ধন্যবাদ জ্ঞাপন করেন ব্রির পরিচালক (গবেষণা) ড. মো. খালেকুজ্জামান। স্বাগত বক্তব্যে ব্রি মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর বলেন, গুরুত্বপূর্ণ এই সিম্পোজিয়ামটি প্রযুক্তিগত জ্ঞান বিনিময়ের সুযোগ উম্মুক্ত করবে। ব্রি এবং অন্যান্য অংশগ্রহণকারীদের বৈজ্ঞানিক জ্ঞানকে সমৃদ্ধ করবে। ধান গবেষণাকে আরও এগিয়ে নিতে সিম্পোজিয়ামের গুরত্বপূর্ণ সুপারিশগুলো কাজে লাগাতে হবে।

তিনি জানান, প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত আটটি হাইব্রিডসহ মোট ১১১টি উচ্চ ফলনশীল ধানের জাত উদ্ভাবন করেছে ব্রি। সাম্প্রতিক সময়ে ব্রির আন্তর্জাতিক স্বীকৃতি তুলে ধরে তিনি জানান, ২০২০ সালের গ্লোবাল গো টু থিং ট্যাংক (GGTTI) সূচক রিপোর্ট অনুসারে ব্রি দক্ষিণ এশিয়ায় প্রথম, এশিয়ায় দ্বিতীয় এবং বিশ্বে ১৬তম অবস্থানে রয়েছে। গৌরব ও সাফল্যের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট দুই দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত