ঢাকা ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

শব্দদূষণ নিয়ন্ত্রণে গুলশানে ক্যাম্পেইন ও মোবাইল কোর্ট পরিচালিত

শব্দদূষণ নিয়ন্ত্রণে গুলশানে ক্যাম্পেইন ও মোবাইল কোর্ট পরিচালিত

পরিবেশ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত অংশীদারিত্বমূলক প্রকল্প’র আয়োজনে এবং গুলশান সোসাইটির সহযোগিতায় গুলশান-১ এলাকায় শব্দদূষণ নিয়ন্ত্রণে ক্যাম্পেইন ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (ঢাকা মহানগর) মোহাম্মদ মামুন মিয়া ও পরিচালক (প্রশাসন ও এনফোর্ম্যোন্ট) মোহাম্মদ মাসুদুর রহমান পাটোয়ারী এবং পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহের নিগারের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে মাত্রাতিরিক্ত শব্দে হর্ন বাজানোর কারণে অনেক গাড়ি আটক করে সতর্ক করা হয়। এছাড়া মহামান্য হাইকোর্ট কর্তৃক নিষিদ্ধঘোষিত হাইড্রোলিক হর্ন ব্যবহারের অপরাধে ছয়টি গাড়িকে মোট ৩ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়। এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তরের পরিচালক (ঢাকা মহানগর) বলেন, মাত্রাতিরিক্ত শব্দ করার অপরাধে অনেক গাড়ীকে শব্দদূষণ বিধিমালার-২০০৬ এর আওতায় জরিমানা করা হচ্ছে, যা সারা দেশেই চলমান আছে এবং শব্দদূষণ নিয়ন্ত্রণে এই অভিযান অব্যাহত থাকবে। আয়োজিত ক্যাম্পেইনে গুলশান সোসাইটির প্রেসিডেন্ট সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা, ভাইস প্রেসিডেন্ট ইভা রহমানসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় শামসুল হুদা শব্দদূষণ নিয়ন্ত্রণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান এবং সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন। একই সাথে গাড়ির মালিক এবং কনস্ট্রাকশান কাজের মালিক পক্ষকে শব্দদূষণ নিয়ন্ত্রণে এগিয়ে আসারও আহবান জানান। বাংলাদেশ স্কাউট ও গার্লস গাইডের সদস্য এবং গুলশান সোসাইটির কমিউনিটি পুলিশের সদস্যরা চালকদের মাঝে তথ্যসম্বলিত লিফলেট বিতরণ করেন ও বিভিন্ন গাড়িতে স্টিকার লাগাতে সহযোগিতা করেন। আয়োজকরা জানান শব্দদূষণ নিয়ন্ত্রণে সারা দেশেই এ ধরনের ক্যাম্পেইন ও মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত