অবৈধভাবে গ্যাস ব্যবহারের কারণে জেল-জরিমানা

প্রকাশ : ০২ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সংবাদ বিজ্ঞপ্তি

দুটি ভবনে পাঁচটি ডাবল চুলা এবং ১৫টি সিঙ্গেল চুলায় অবৈধভাবে গ্যাস ব্যবহারের কারণে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালত, নারায়ণগঞ্জ কর্তৃক রামারবাগ, কুতুবপুর, ফতুল্লা, নারায়ণগঞ্জ এলাকার মো. আলতাফ হোসেন এবং মো. আরিফ হোসেনকে ১ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ২ মাসের জেল প্রদান করা হয়েছে।

তিতাস গ্যাসের জোনাল বিক্রয় অফিস, ফতুল্লা, নারায়ণগঞ্জ কর্তৃক ফতুল্লা থানাধীন রামারবাগ, কুতুবপুর এলাকার মো. আলতাফ হোসেন এবং মো. আরিফ হোসেন কর্তৃক দুটি ভবনে অবৈধভাবে পাঁচটি ডাবল চুলা এবং ১৫টি সিঙ্গেল চুলা ব্যবহার করায় সংশ্লিষ্ট শাখার টিম কর্তৃক সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং এতদসঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কোম্পানি কর্তৃক ফতুল্লা থানায় ৫২ (৫) ১৬ মামলা করা হয়। মামলাটি শুনানিঅন্তে গত ২৯ জানুয়ারি ২০২৩ তারিখে আদালত উক্ত রায় প্রদান করেন। গ্যাসের অবৈধ সংযোগ গ্রহণ এবং এর ব্যবহার শাস্তিযোগ্য অপরাধ। বাংলাদেশ গ্যাস আইন, ২০১০ অনুযায়ী এই অপরাধে জেল জরিমানার বিধান রযেছে। এমতাবস্থায়, সংশ্লিষ্ট সবাইকে অবৈধভাবে গ্যাস ব্যবহার থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।