ঢাকা ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রাজশাহী মেডিক্যালে নিপাহ ভাইরাসে মৃত্যু বেড়ে পাঁচ

রাজশাহী মেডিক্যালে নিপাহ ভাইরাসে মৃত্যু বেড়ে পাঁচ

জ্বর, খিঁচুনির মতো সাধারণ লক্ষণ নিয়েই রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের নিউরো মেডিসিন ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন ফরিদা ইয়াসমীন (২৫)। গত বুধবার সকালের দিকে তার নিপাহ ভাইরাস শনাক্ত হয়। এরপর তার জটিলতা বাড়তে থাকে। রেফার্ড করা হয় নিপাহ আইসিইউতে। চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫টার দিকে তার মৃত্যু হয়। নিপাহ ভাইরাস শনাক্ত হয়ে রামেক হাসপাতালে এ পর্যন্ত মোট পাঁচজনের মৃত্যু হলো।

ফরিদা উপজেলার কশব ইউনিয়নের চকচোঁয়ার গ্রামের আব্দুল খালেকের স্ত্রী। একই লক্ষণ নিয়ে নিপাহ সাসপেক্টেড ওয়ার্ডে ভর্তি রয়েছেন ফরিদার শাশুড়ি। তার বয়স ৫৫ বছর। এছাড়া দুই সপ্তাহ আগে একই লক্ষণ নিয়ে নিজ বাসাতেই তার শ্বশুর আব্দুল হকের মৃত্যু হয়। যদিও পরিবার মনে করছে এটা স্বাভাবিক মৃত্যু।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত