নৌপ্রধানের সঙ্গে আন্তর্জাতিক সুইমিং ফেডারেশনের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশ : ০৪ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আইএসপিআর

আন্তর্জাতিক সুইমিং ফেডারেশনের প্রেসিডেন্ট ও অলিম্পিক কাউ›িসল (এশিয়া) এর মহাপরিচালক ক্যাপ্টেন হোসেন আল-মুসাল্লাম গতকাল শুক্রবার নৌসদর দপ্তরে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবালের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় অন্যদের মধ্যে আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনের প্রেসিডেন্ট ভিনোদ কুমার তিওয়ারী, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদকসহ নৌসদরের পিএসও ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সৌজন্য সাক্ষাৎকালে নৌবাহিনী প্রধান বাংলাদেশ সফরের জন্য ক্যাপ্টেন হোসেন আল-মুসাল্লামকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান। এ সময় তারা পারস্পরিক কুশলবিনিময় এবং বাংলাদেশের সাঁতারের মান উন্নয়নে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সাক্ষাৎশেষে আন্তর্জাতিক সুইমিং ফেডারেশনের প্রেসিডেন্টকে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের বিভিন্ন কার্যক্রমের উপরে ব্রিফিং প্রদান করা হয়।

পরে তিনি নৌসদর সুইমিং কমপ্লেক্সে অনুষ্ঠিত ‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩’ এর সাঁতার প্রতিযোগিতা উপভোগ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।