ঢাকা ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

খুলনায় বেড়েছে পেঁয়াজ রসুনের দাম

খুলনায় বেড়েছে পেঁয়াজ রসুনের দাম

খুলনার বাজারে হঠাৎ করে দাম বেড়ে গেছে পেঁয়াজ ও রসুনের। আমদানি কম হওয়ায় দাম বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। একই সঙ্গে বেড়েছে ডালের দামও। তবে অন্যান্য পণ্যের দাম স্থিতিশীল রয়েছে।

খুলনার সোনাডাঙ্গা ট্রাক টার্মিনালের পাইকারি কাঁচা বাজার, গল্লামারী বাজার, মিস্ত্রিপাড়া বাজার ও টুটপাড়া জোড়াকল বাজার ঘুরে দেখা যায়, ২-৩ দিন আগেও বাজারে পেঁয়াজ বিক্রি হয়েছে ২৫ থেকে ৩০ টাকা কেজি দরে। সে পেঁয়াজ আজ ৩০ থেকে ৩৫ টাকায় বিক্রি হচ্ছে। সেই সঙ্গে বেড়েছে রসুনের দামও। প্রতি কেজি রসুন পাইকারি বাজারে ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। যা খুচরা বাজারে এসে ৮০ থেকে ১০০ টাকায় দাঁড়িয়েছে। এছাড়া দেশি মশুর ডাল চলতি সপ্তাহে ১৫০ টাকা এবং আমদানি করা ডাল ১২০ টাকা থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে বাঁধাকপি ও ফুলকপি বিক্রি হচ্ছে ১০-২০ টাকায়। শসা প্রতি কেজি ৪০-৫০ টাকা, লম্বা ও গোলাকার বেগুন ৪০ টাকা, টমেটো ১৫ থেকে ২০ টাকা, শিম ৩০-৪০ টাকা, করলা ৮০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা, পেঁপে ৩০ টাকা, লাল শাক ৪০ টাকা, ডাঁটা শাক ৩০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া চাল কুমড়া প্রতিটি ৫০-৬০ টাকা, লাউ প্রতিটি আকারভেদে ৪০-৪৫ টাকা, চিচিঙা ৬০ টাকা, পটোল ৬০ টাকা, কচুর লতি ৬০-৭০ টাকা, বরবটি ৯০-১০০ টাকা ও ধুন্দুল ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। কাঁচা কলার হালি বিক্রি হচ্ছে ২৫-৩০ টাকায়। বাজারের মোকাররম বিল্লাহ নামে এক সবজি বিক্রেতা জানান, সবজিক্ষেতে নতুন ফসলের চাষাবাদ শুরু করেছেন কৃষকরা। দেরি করে বপন করা সবজিই এখন ভরসা।

টুটপাড়া জোড়াকল বাজারের আবু হোসেন নামে এক মুরগি বিক্রেতা জানান, ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ২১০ টাকায়। গত সপ্তাহে এর দাম ছিল ২২০ টাকা। সোনালী মুরগির দাম কেজিপ্রতি ৩২০ টাকা ও লেয়ার মুরগির কেজি ২৮০-২৯০ টাকা। নগরীর ময়লাপোতা এলাকার জাহিদ হোসেন নামে এক মাংস বিক্রেতা বলেন, বাজারে গরু ও খাসির মাংসের দাম স্থিতিশীল রয়েছে। গরুর মাংসের কেজি কোথাও ৬৮০ টাকা আবার কোথাও ৭০০ টাকা। খাসির মাংস কেজিপ্রতি বিক্রি হচ্ছে এক হাজার থেকে ১১০০ টাকায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত