ঢাকা ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

পর্দা নামল ‘তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব ২০২৩’ এর

পর্দা নামল ‘তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব ২০২৩’ এর

বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত ৬৪ জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় দেশব্যাপী একযোগে চলা ‘তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব ২০২৩’ এর সমাপনী অনুষ্ঠান হলো গত ৩ মার্চ। ১৫ দিনব্যাপী চলা এ আয়োজনের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি, সভাপতি বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, বিশেষ অতিথি সৈয়দ সালাহউদ্দিন জাকী এবং চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক মসিহ্উদ্দিন শাকের। এবারে উৎসবে প্রদর্শিত ৩৬টি চলচ্চিত্রের মধ্যে ৭ ক্যাটাগরিতে ‘তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব ২০২৩’ পুরস্কার প্রদান করা হয়েছে ৭ জনকে। পুরস্কারের জন্য মনোনয়ন দেয়া ২০ জনের মধ্য থেকে ৭ জনকে চূড়ান্ত হিসেবে পুরস্কার প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারের অর্থম্ল্যূ হলো শ্রেষ্ঠ চলচ্চিত্র- ২ লাখ টাকা, শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা- ১ লাখ ৫০ হাজার টাকা, বিশেষ জুরি-১ লাখ টাকা, শ্রেষ্ঠ চিত্র গ্রাহক, শ্রেষ্ঠ সম্পাদক, শ্রেষ্ঠ সাউন্ড ডিজাইনার এবং শ্রেষ্ঠ প্রোডাকশন ডিজাইনার প্রতিজন পাচ্ছেন ৫০ হাজার টাকা। ক্রমিক নং, ক্যাটাগরি, পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের নাম ও চলচ্চিত্র হলো ১। শ্রেষ্ঠ চলচ্চিত্র মুহাম্মদ কাইয়ুম, কুড়া পক্ষীর শূন্যে উড়া; ২। শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা, নুরুল আলম আতিক, লাল মোরগের ঝুঁটি; ৩। বিশেষ জুরি রেজওয়ান শাহরিয়ার সুমিত, নোনা জলের কাব্য; ৪। শ্রেষ্ঠ চিত্র গ্রাহক, সাইয়িদ কাশেফ শাহবাজী, চন্দ্রাবতী কথা; ৫। শ্রেষ্ঠ সম্পাদক, সুজন মাহমুদ, শিমু; ৬। শ্রেষ্ঠ সাউন্ড ডিজাইনার, রিপন নাথ, ফাগুন হাওয়ায়; ৭। শ্রেষ্ঠ প্রোডাকশন ডিজাইনার, খন্দকার সুজন, সাঁতার। অনুষ্ঠান শেষে সব চলচ্চিত্র নির্মাতাকে নিয়ে ছিল বিশেষ প্রীতি সম্মেলনি। দিনব্যাপী চলা এ সমাপনী আয়োজনে বিকালে প্রদর্শিত হয় চলচ্চিত্র : মুজিব আমার পিতা’। জাতীয় চিত্রশালা মিলনায়তন সময় : বিকাল ৩টা; চলচ্চিত্র: ‘নোনা জলের কাব্য’। সময় : বিকাল ৪টা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত