ঢাকা ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

তুরস্কে ইউরিশিয়া হায়ার এডুকেশন সামিট

এইউএপি নেটওয়ার্কের নেতৃত্বে ড. মো. সবুর খান

এইউএপি নেটওয়ার্কের নেতৃত্বে ড. মো. সবুর খান

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটিজ অব এশিয়া অ্যান্ড দি প্যাসিফিকের (অটঅচ) সভাপতি ডক্টর মো. সবুর খান গত ১-৩ মার্চ ২০২৩ তুরস্কের ইস্তাম্বুলে ইউরেশিয়ান ইউনিভার্সিটিজ ইউনিয়ন (ঊটজঅঝ) আয়োজিত অষ্টম বার্ষিক ইউরেশিয়া উচ্চশিক্ষা সামিট-২০২৩ (ঊটজওঊ ২০২৩) এ অতিথি বক্তা হিসেবে যোগ দিয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানে অ্যাসোসিয়েশন অফ আরব ইউনিভার্সিটিজের (এআরইউ) সেক্রেটারি জেনারেল আমর ইজ্জাত সালামা সুমাইরা রহমান। ইউরাস (ঊটজঅঝ) অ্যান্ড ইউরি ঊটজওঊ-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি প্রফেসর মোস্তফা আইডিন, তুর্কি এয়ারলাইন্সের চেয়ারম্যান, শিল্প ও বাণিজ্যমন্ত্রী এবং ইউরোপিয়ান ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশনের সভাপতি ড. মাইকেল মারফিসহ তুরস্ক ও অন্যান্য বিশিষ্ট অতিথিরা এশিয়া ও ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে অংশগ্রহণকারী প্রতিনিধিদের স্বাগত জানান। ঊটজওঊ সামিটে বক্তব্য প্রদানকালে ডক্টর মো. সবুর খান উদ্যোক্তা, শিল্প-অ্যাকাডেমিক সম্পৃক্ততা এবং টেকসই উৎকর্ষতার জন্য প্রতিষ্ঠানগুলোর সঙ্গে পারস্পরিক মিথস্ক্রিয়তা ও একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য প্রযুক্তিচালিত শিক্ষার সর্বোত্তম অনুশীলনের প্রয়োজনীয়তা উপস্থাপন করেন। ঊটজওঊ সামিট হল একটি বার্ষিক আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন এবং প্রদর্শনী, যা গতিশীল ইউরেশীয় উচ্চশিক্ষা খাতকে বিশ্বের সঙ্গে সংযুক্ত করে। ঊটজওঊ প্রদর্শনী অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের জন্য কার্যকর নেটওয়ার্কিং, একাডেমিক সহযোগিতা এবং ব্যবসা উন্নয়নের সুযোগ সৃষ্টি করে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত