শাবিপ্রবিতে ক্রীড়া প্রতিযোগিতা শুরু

প্রকাশ : ০৬ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ শুরু হয়েছে। গতকাল রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। এ প্রতিযোগিতার আয়োজক হিসেবে রয়েছে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা অধিদপ্তর। এতে বিশ্ববিদ্যালয়ের ২৮টি বিভাগের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক আমিনা পারভীন, প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী, শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক চৌধুরী সৌদ বিন আম্বিয়াসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা।