বিসিসির উদ্যোগে ইফতার ভাতা প্রদানের সিদ্ধান্ত

প্রকাশ : ১০ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বরিশাল ব্যুরো

পবিত্র মাহে রমজানে এই প্রথমবারের মতো ইফতার ভাতা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)। বিসিসির প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস জানান, গত ৫ মার্চ অনুষ্ঠিত করপোরেশনের ৪র্থ পরিষদের ২০তম সাধারণ সভায় এ বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। তিনি জানান, বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী বরিশাল সিটি করপোরেশনের ভাতা প্রাপ্ত সব ইমাম ও মুয়াজ্জিন এবং সিটি করপোরেশনের সব দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিক (যারা ঈদ বোনাস প্রাপ্য) সবই এক হাজার টাকা ইফতার ভাতা প্রাপ্য হবেন। এদিকে ইফতার ভাতা প্রদানের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে বিসিসির দৈনিক মজুরি ভিত্তিক বেশ কয়েকজন শ্রমিক জানান, করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের পর সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ তাদের বেতন বৃদ্ধি করেছেন। পাশাপাশি নিয়মিত কর্মকর্তা-কর্মচারীদের ন্যায় সব সম্প্রদায়ের দৈনিক মজুরিভিত্তিক শ্রমিকদের দুটি করে উৎসব বোনাস এবং বৈশাখী ভাতার আওতায় এনেছেন। এছাড়া মাহে রমজানে সব কর্মকর্তা-কর্মচারীকে নিয়ে ইফতার মাহফিল এবং ঈদের সময়ে বাসায় দাওয়াত দিয়ে মেয়র মহোদয় খাবার খাওয়াচ্ছেন। শ্রমিকরা আরো বলেন, নিয়মিত স্টাফরা ইফতার ভাতার আওতায় না এলেও আমাদের এ ভাতার আওতায় এনে মেয়র মহোদয় আবারো প্রমাণ করেছেন তিনি সত্যিকার অর্থেই একজন শ্রমিকবান্ধব মেয়র।