রমজানে জামাতের সঙ্গে নামাজ পড়লেই মিলবে সাইকেল

প্রকাশ : ১০ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

আসন্ন রমজানে মাসজুড়ে জামাতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলে শিক্ষার্থীদের সাইকেল উপহারের ঘোষণা দিয়েছেন বরিশাল সিটি করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. রাজিব হোসেন খান। গতকাল বৃহস্পতিবার সকালে ১৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় এমন ঘোষণা সম্বলিত ব্যানারও দেখা গেছে।

রহিম সিকদার নামে স্থানীয় এক বাসিন্দা এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শিক্ষার্থীদের নামাজ পড়তে উৎসাহী করার একটা দারুণ উদ্যোগ। এমন উদ্যোগে সাড়া দিয়ে সব শ্রেণির শিক্ষার্থীই পুরো রমজান মাসজুড়ে জামাতে নামাজ আদায় করবে এমনটাই প্রত্যাশা করছি।

শাহীন আহমেদ নামে আরেক বাসিন্দা বলেন, অনেকেই আছে যারা নিয়মিত নামাজ আদায় করে। কমিশনারের এমন আয়োজনের পর অনেক শিক্ষার্থী জামাতে নামাজে উৎসাহি হবে। নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ।

এ বিষয়ে জানতে চাইলে কাউন্সিলর মো. রাজিব হোসেন খান গণমাধ্যমকে বলেন, মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর নির্দেশনায় এমন উদ্যোগ নেয়া হয়েছে।

সব শিক্ষার্থীকে জামাতের সাথে নামাজ আদায়ে উদ্বুদ্ধ করতে এ আয়োজন। কাউন্সিলর রাজিব আরো বলেন, যারা পুরো রমজান মাসে ব্রাউন কম্পাউন্ড মসজিদে জামাতের সাথে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে তাদের সাইকেল উপহার দেয়া হবে। এজন্য তাদের নিজ নিজ জন্মনিবন্ধনের কপি, পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাপ্রতিষ্ঠানের আইডি কার্ডের ফটোকপি, বাসার বিদ্যুৎ বিলের কপি ও বাবা-মায়ের আইডি কার্ডের ফটোকপি দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।