ঢাকা ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

এইচএসসি পরীক্ষা

চট্টগ্রাম বোর্ডে পুনর্নিরীক্ষণে পাস করল ৭৬ জন

চট্টগ্রাম বোর্ডে পুনর্নিরীক্ষণে পাস করল ৭৬ জন

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় অনুত্তীর্ণ ৭৬ পরীক্ষার্থী ফল পুনর্নিরীক্ষণে পাস করেছে। গতকাল শুক্রবার দুপুরে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করে শিক্ষাবোর্ড। এ ব্যাপারে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ বলেন, নিয়ম অনুযায়ী পুনর্নিরীক্ষণ করা হয়। এবার এইচএসসি পরীক্ষার পুনর্নিরীক্ষণে ১২ হাজার ২৩ শিক্ষার্থী ৩৯ হাজার ৪৪টি বিষয়ে পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেন। গতকাল শুক্রবার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে দেখা গেছে, পুনর্নিরীক্ষণে উত্তরপত্র পরিবর্তন হয়েছে ৭৭৭টি, মার্ক পরিবর্তন হয়েছে ৭৪৭ জনের। ফলাফল (জিপিএ) পরিবর্তন হয়েছে ২৮৬ জনের, জিপিএ বাড়লেও ৭১ শিক্ষার্থীর গড় পাস বাড়েনি, জিপিএ বেড়েছে ৩৫৭ জনের, মার্ক বাড়লেও ৩৯০ জনের সিজিপিএ বাড়েনি। পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস করেছে ৭৬ জন, গ্রেড পরিবর্তন হয়ে জিপিএ-৫ পেয়েছে ৫৭ জন, মার্ক বাড়লেও ফেল থেকে পাস করেনি ১৪৪ জন।

২০২২ সালের এইচএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার ছিল ৮০ দশমিক ৫০ শতাংশ। মোট পরীক্ষার্থী ছিল ৯৩ হাজার ৯৯৭ জন। ছাত্রী পাসের হার ছিল ৮২ দশমিক ৯২ শতাংশ। ছাত্রের পাসের হার ছিল ৭৭ দশমিক ৯২ শতাংশ। জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র/ছাত্রীর সংখ্যা ১২ হাজার ৬৭০ জন। এর মধ্যে ছাত্র জিপিএ-৫ পেয়েছিল ৫ হাজার ৫৬৪ জন এবং ছাত্রী জিপিএ-৫ পেয়েছিল সাত হাজার ১০৬ জন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত