ঢাকা ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রাজশাহীতে ক্যাবের সচেতনতামূলক ক্যাম্পেইন

রাজশাহীতে ক্যাবের সচেতনতামূলক ক্যাম্পেইন

পবিত্র মাহে রমজান মাসে সঠিক ওজন ও ন্যায্যমূল্যে নিরাপদ পণ্য প্রাপ্তির জন্য বাজারভিত্তিক চার দিনব্যাপী সচেতনতামূলক ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) রাজশাহী জেলা কমিটি এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর নিউমার্কেটে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে এই কার্যক্রম উদ্বোধন করেন অর্থনীতি বিভাগের প্রফেসর ও পরিচালক ছাত্র অ্যাফেয়ার্স এবং ক্যাব কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ড. সৈয়দ মিজানুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, প্রেসিডেন্ট থেকে শুরু করে সবাই ভোক্তা। সবাই ক্রয় করেন, আবার সবাই বিক্রি করেন। সেজন্য কাউকে ঠকালে, তাকেও কোনো না কোনোভাবে ঠকতে হয়। আসছে রমজানে যেন কোনো ব্যক্তি পণ্য ক্রয় করে না ঠকেন এবং কোনো ব্যবসায়ী যেন ভেজাল পণ্য বিক্রি এবং দাম বেশি না নেয় সেজন্যই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। নিজ নিজ অবস্থান থেকে সবাইকে সচেতন এবং সততার সঙ্গে ব্যবসা পরিচালনা করার আহ্বান জানান তিনি। তিনি আরো বলেন, পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশে পবিত্র রমজানে ও অন্যান্য ধর্মাবলম্বীদের উৎসবের সময় অন্যান্য দেশে সব পণ্যের উপরে ডিসাকউন্ট দেয়া হয় এবং পণ্যের মূল্য কমানো হয়। কিন্তু বাংলাদেশই একমাত্র ব্যতিক্রম। এ দেশে রমজানে ও ঈদের সময়ে সব পণ্যের মূল্য দ্বিগুণ আকার ধারণ করে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত