ঢাকা ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কেরানীগঞ্জে স্কুলছাত্র আজিজুল হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন

১১ জন গ্রেপ্তার
কেরানীগঞ্জে স্কুলছাত্র আজিজুল হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন মীরেরবাগ এলাকার ওরিয়েন্ট উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির ছাত্র আজিজুল ইসলাম (১৮) বাবা-মা ও তিন ভাইয়ের সংসারে সবার বড়। আজিজুলের বাবা একজন দিনমজুর। তিনি রাজমিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করেন। অভাবের সংসারে আজিজুলও লেখাপড়ার পাশাপাশি ইজিবাইক চালিয়ে পরিবারকে সাহায্য করত এবং তার লেখাপড়ার খরচ চালাত। গত ১৮ ফেব্রুয়ারি আজিজুল প্রতিদিনের মতো ইজি বাইক নিয়ে যাত্রী পরিবহণ করার জন্য বাসা থেকে বের হয়। এক পর্যায়ে ঐদিন আনুমানিক রাত ৯:৩০ ঘটিকায় তাদের এক প্রতিবেশী রুমা বেগম ও তার ছেলে রবিউল (১০) জানায়, ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন বসুন্ধরা রিভারভিউ এলাকাস্থ একটি মোটর গ্যারেজের পেছনে অজ্ঞাত ৪/৫ ব্যক্তি আজিজুলকে হত্যা করে তার ইজিবাইক ছিনিয়ে নিয়ে যায়। সংবাদ পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে যেয়ে আজিজুলের মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করত লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মিডফোর্ড হাসপাতালের মর্গে প্রেরণ করে। অতঃপর আজিজুলের মা লাইলী বেগম (৪১) দক্ষিণ কেরানীগঞ্জ থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে হত্যা মামলা করেন। এরই ধারাবাহিকতায় র‍্যাব-১০ এর আভিযানিক দল ঘটনাস্থলের আশপাশ পরিদর্শন করে বিভিন্ন সিসি টিভি ফুটেজ সংগ্রহ করে যাচাই বাছাই করত বিভিন্ন মানুষের গতিবিধি পর্যবেক্ষণ করে। পরে গত ৯ মার্চ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা ১। মো. সাকিব, ২। মো. সজীব, ৩। মো. আরমান, ৪। মো. আরাফাত, ৫। মো. হৃদয়, ৬। মো. সাইফুল, ৭। মো. সজীব (২৪), ৮। মো. জিতু (১৯) ও ৯। মো. ইব্রাহীম (১৯)কে গ্রেপ্তার করে। গ্রেফতারকৃত আসামিদের দেয়া তথ্য ও গোয়েন্দা তথ্যের সহায়তায় র‍্যাব-১০ এর উক্ত আভিযানিক দল একই তারিখ পটুয়াখালী জেলার সদর থানাধীন বতলবুনিয়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে উক্ত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অপর আসামি মো. রায়হান গাজীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামিদের দেয়া তথ্যমতে, র‍্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গত মার্চ ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন সাতপাখি খেজুরবাগ এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে মো. আজিজুর রহমান-এর গ্যারেজ হতে উক্ত ইজিবাইকটি উদ্ধারপূর্বক তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত