চট্টগ্রামে ওয়াসার পাইপ ফেটে সয়লাব হচ্ছে সড়ক নালা

প্রকাশ : ১২ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম নগরীতে ওয়াসার পাইপ ফেটে রাস্তা কিংবা অলিগলি সয়লাব হওয়ার ঘটনা নিয়মিত ঘটছে। এতে চট্টগ্রাম ওয়াসার সিস্টেম লসের হার বেড়েই চলেছে। সর্বশেষ গত শুক্রবার দুপুরে নগরীর দুই নম্বর গেট এলাকায় বাদশা মিয়া পেট্রোল পাম্পের সামনে ওয়াসার পাইপলাইন ফেটে যায়। এ সময় বিপুল পরিমাণ পানি বেরিয়ে যায়। মুহূর্তে সড়কটি পানিতে তলিয়ে যায়। তীব্র বেগে বের হওয়া পানির কারণে সড়কের কিছু অংশ ভেঙে গিয়ে চলাচলে বিঘ্ন ঘটে।

প্রত্যক্ষদর্শী রমিজ উদ্দিন বলেন, সড়কের পাশ দিয়ে যাচ্ছিলাম। দুপুরের দিকে ওয়াসার পানির লাইন থেকে তীব্র বেগে পানি বের হতে শুরু করে। এতে পুরো এলাকা পানিতে ভেসে যায়। পানির তীব্র স্রোতের কারণে রাস্তার এক অংশ ভেঙে গেছে। ভাঙা সড়ক দিয়ে চলাচল হয়ে পড়েছে ঝুঁকিপূর্ণ। তীব্র পানি বের হলেও পাইপ মেরামতে ওয়াসার কোনো টিম দেখা যায়নি। তবে জানতে পেরেছি বিকালে ওয়াসার মেরামত টিম এসে পানির প্রবাহ বন্ধ করেছে।

বিষয়টি নিয়ে চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম বলেন, পাইপলাইনের লিকেজের কারণে হঠাৎ করে পানি বের হয়। আমরা খবর পাওয়ার পর আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে দ্রুত লিকেজ মেরামত করে। জানা গেছে, চট্টগ্রাম নগরীর পুরো অংশজুড়েই এখন পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহ করছে ওয়াসা। সরবরাহ করা পানির বড় অংশ আসে কর্ণফুলী পানি শোধনাগার থেকে।

এরপর বাকি সরবরাহ করা পানি আসে মদুনাঘাট পানি শোধনাগার থেকে। এসব পানি সরবরাহ করা হয় নির্ধারিত মাত্রায় পাম্প করে। যাতে গ্রাহকদের কাছে সহজে পানির সরবরাহ পৌঁছে যায়। অনেক সময় লিকেজ কিংবা পানির সরবরাহে বাড়তি চাপের কারণে লাইন ফেটে যায়। তখন পাইপ ফাটা পানি আশপাশের সড়ক নালা উপচে পড়ে। জনসমাগম স্থলে কিংবা নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় পানি নির্গত হলে লোকজনের মধ্যে দুর্ভোগ নেমে আসে। তবে ওয়াসার কয়েকটি জরুরি টিম সার্বক্ষণিক প্রস্তুত থাকে ফেটে যাওয়া পাইপলাইন মেরামত করতে। তারা দ্রুত ছুটে গিয়ে ফাটা পাইপ মেরামত করে তীব্র বেগে পানি বের হওয়া বন্ধ করে।

ওয়াসার একটি দায়িত্বশীল সূত্র জানায়, প্রতিবছর চট্টগ্রাম ওয়াসা অপচয় হিসাবে পানির একটি নির্ধারিত হার দাপ্তরিকভাবে উপস্থাপন করে। অপচয়ের বড় অংশ সরবরাহ পানি নষ্ট হওয়া হিসাবে ধরে নেয়া হয়। আর পাইপ ফেটে পানি বের হয়ে ওয়াসার বার্ষিক অপচয়ের হারের পরিমাণ বাড়িয়ে দেয়। যা ওয়াসার সিস্টেম লস হিসাবে চিহ্নিত।

তবে ওয়াসার সংশ্লিষ্টরা মনে করেন, পানি সরবরাহ করতে গিয়ে পাইপ ফেটে পানি বেরিয়ে যাবেই। সবখানে সব দেশেই তা হয়। দেখার বিষয় হচ্ছে কত দ্রুত পানির সরবরাহ বন্ধ করা যায়। চট্টগ্রাম ওয়াসার দায়িত্বরত সদস্যরা দ্রুত ফাটা পাইপ মেরামতে যুক্ত হন। এতে পাইপ ফেটে পানি বেরিয়ে গেলেও অল্প সময়ে দুর্ভোগ কমে যায়।