রংপুরে গ্রামীণ টেলিকমের কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন

প্রকাশ : ১২ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

শ্রম আইনে প্রাপ্য লভ্যাংশ ও বকেয়া পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন করেছেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ টেলিকমের কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল শনিবার দুপুর ১২টায় রংপুর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনে প্রতিষ্ঠানটির শতাধিক কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।

সেখানে বক্তব্য দেন গ্রামীণ টেলিকমের এরিয়া ম্যানেজার শাহাদত হোসেন। তিনি অভিযোগ করেন, নোবেলবিজয়ী ড. ইউনূস গ্রামীণ টেলিকমের কর্ণধার হিসেবে আমরা যারা কর্মকর্তা-কর্মচারী আছি সবাই আমরা ওই প্রতিষ্ঠানের ট্রাস্টি। সে হিসেবে প্রত্যেককেই মোট লভ্যাংশের পাঁচ শতাংশ প্রতি বছর পরিশোধ করার কথা। কিন্তু পাওনা পরিশোধ না করে উল্টো অনেককে চাকরিচ্যুত করেছেন তিনি।