ঢাকা ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রংপুরে গ্রামীণ টেলিকমের কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন

রংপুরে গ্রামীণ টেলিকমের কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন

শ্রম আইনে প্রাপ্য লভ্যাংশ ও বকেয়া পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন করেছেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ টেলিকমের কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল শনিবার দুপুর ১২টায় রংপুর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনে প্রতিষ্ঠানটির শতাধিক কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।

সেখানে বক্তব্য দেন গ্রামীণ টেলিকমের এরিয়া ম্যানেজার শাহাদত হোসেন। তিনি অভিযোগ করেন, নোবেলবিজয়ী ড. ইউনূস গ্রামীণ টেলিকমের কর্ণধার হিসেবে আমরা যারা কর্মকর্তা-কর্মচারী আছি সবাই আমরা ওই প্রতিষ্ঠানের ট্রাস্টি। সে হিসেবে প্রত্যেককেই মোট লভ্যাংশের পাঁচ শতাংশ প্রতি বছর পরিশোধ করার কথা। কিন্তু পাওনা পরিশোধ না করে উল্টো অনেককে চাকরিচ্যুত করেছেন তিনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত