ডিএনসিসিতে মশক কর্মীদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ

প্রকাশ : ১৩ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সংবাদ বিজ্ঞপ্তি

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মশক নিধন কর্মী ও মশক সুপারভাইজারদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। গতকাল রোববার বেলা ১১টা থেকে দিনব্যাপী ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল-৭ ও ৮ এ কর্মরত মশক নিধন কর্মীদের উত্তরা কমিউনিটি সেন্টারে প্রশিক্ষণ প্রদান করা হয়। উল্লেখ্য, গত ১ মার্চ থেকে মশক নিধন কর্মী ও মশক সুপারভাইজার প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এ প্রশিক্ষণ কর্মসূচির আওতায় এরই মধ্যে অঞ্চল-১, ২, ৩, ৪, ৫ ও ৬ এর মশক নিধন কর্মীদের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। আজ সোমবার মহাখালী কমিউনিটি সেন্টারে অঞ্চল-৯ ও ১০ এর মশক নিধন কর্মীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। মশক কর্মীদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ কর্মসূচীতে তাত্ত্বিক বিষয় ছাড়াও হাতে কলমে মশার প্রজনন স্থল শনাক্তকরণ ও ধ্বংস এবং কীটনাশক প্রয়োগ পদ্ধতি সম্পর্কে ধারণা প্রদান করা হয়। ব্রি. জে. মো. জোবায়দুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, ঢাকা উত্তর সিটি করপোরেশন, অধ্যাপক ড. কবিরুল বাশার, প্রাণিবিদ্যা বিভাগ, জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয়, লে. কর্নেল মো. গোলাম মোস্তফা সারোয়ার, উপপ্রধান স্বাস্থ্য কর্মকর্তা, ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং কৃষিবিদ আসিফ ইকবাল, ঊর্ধ্বতন কিট নিয়ন্ত্রণ কর্মকর্তা প্রশিক্ষণ প্রদান করবেন। এছাড়াও প্রশিক্ষণ অনুষ্ঠানে অঞ্চল- ১ ও ৭ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. জুলকার নায়ন ও সংরক্ষিত আসনের কাউন্সিলর জাকিয়া সুলতানা উপস্থিত ছিলেন।