রাজশাহী বিশ্ববিদ্যালয়

ভিসি-প্রোভিসি ও প্রক্টরকে অবাঞ্ছিত ঘোষণা

প্রকাশ : ১৩ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

সংঘর্ষের ঘটনা নিয়ন্ত্রণে ব্যর্থতার কথা উল্লেখ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তারসহ উপ-উপাচার্য এবং প্রক্টরকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন রাবির বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। রাবি প্রশাসনের পদক্ষেপের গাফিলতির অভিযোগ তুলে গতকাল রোববার দুপুর দেড়টার দিকে উপাচার্যকে ঘিরে বিক্ষোভের সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এ ঘোষণা দেন।

এ সময় বিক্ষুব্ধদের মুহুর্মুহু স্লোগান ও বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে পুরো রাবি ক্যাম্পাস। ‘জ্বালোরে-জ্বালো, আগুন জ্বালো’, ‘আমার ভাইয়ের ওপর সন্ত্রাসীদের হামলা কেন প্রশাসন জবাব চাই, ‘আমার ভাই আহত কেন, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না’, ‘এক দুই তিন চার, প্রক্টর তুই গদি ছাড়’, ‘হৈ হৈ রই রই ভিসি, প্রক্টর গেল কই’, ‘এক দফা এক দাবি, ভিসির পদত্যাগ’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

এর আগে রোববার সকাল সাড়ে ১০টার দিকে প্রশাসনিক ভবনে তালা দিয়ে দেন শিক্ষার্থীরা। হলে হলে মাইকিং করে শিক্ষার্থীদের প্রশাসনিক ভবনের সামনে জড়ো করা হয়। পরে জোটবদ্ধ হয়ে তারা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ভিসির বাসভবনের সামনে গিয়ে জড়ো হন শিক্ষার্থীরা। এ সময় স্লোগানের পাশাপাশি বক্তব্যও দেন শিক্ষার্থীরা।

তারা বলেন, বিশ্ববিদ্যালয়ে ভিসি, প্রক্টর থাকা সত্ত্বেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের ওপর গুলি চালিয়েছে। তাদের অনেকেই এখন রাজশাহী মেডিক্যালের বেডে শুয়ে কাতরাচ্ছেন।