‘বঙ্গমাতা : উদ্দীপনার আলো’ শীর্ষক সপ্তাহব্যাপী চিত্র প্রদর্শনী শুরু

প্রকাশ : ১৩ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সংবাদ বিজ্ঞপ্তি

‘বঙ্গমাতা : উদ্দীপনার আলো’ শীর্ষক সপ্তাহব্যাপী চিত্র প্রদর্শনী গতকাল রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রদর্র্শনী উদ্বোধন করেন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা সেন্টার ফর জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ এই প্রদর্শনীর আয়োজন করেছে।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা সেন্টার ফর জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজের পরিচালক অধ্যাপক ড. তানিয়া হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর কমিটির চেয়ারম্যান অধ্যাপক হাশেম খান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালন করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক শবনম আযীম।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহীয়সী নারী বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিবের অমর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, বঙ্গমাতা পর্দার অন্তরালে থেকে জাতির পিতার সব কাজে সহায়তা করেছেন।

সব আন্দোলন ও সংগ্রামে তাকে সাহস ও অনুপ্রেরণা জুগিয়েছেন। দেশের ইতিহাসের প্রতিটি পরতে বঙ্গমাতার সুদৃঢ় অবস্থান রয়েছে উল্লেখ করে তিনি বলেন, তার এসব অবদানের স্বীকৃতি দেয়া সভ্য সমাজের দায়িত্ব। উপাচার্য জাতির সামগ্রিক কল্যাণে বঙ্গমাতার অনন্য অবদান তরুণ প্রজন্মের কাছে তুলে ধরার জন্য শিল্পী সমাজের প্রতি আহ্বান জানান। উল্লেখ্য, সপ্তাহব্যাপী এই চিত্রপ্রদর্শনীতে দেশের ২২ জন খ্যাতিমান শিল্পীর শিল্পকর্ম স্থান পেয়েছে।