ঢাকা ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

এনটিআরসিএ কর্তৃক বেসরকারি শিক্ষক পদে প্রাথমিক নির্বাচনের ফল প্রকাশ

এনটিআরসিএ কর্তৃক বেসরকারি শিক্ষক পদে প্রাথমিক নির্বাচনের ফল প্রকাশ

এতদ্বারা সংশ্লিষ্ট সবার জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, এনটিআরসিএ কর্তৃক চতুর্থ গণবিজ্ঞপ্তি-২০২২ এর আওতায় বেসরকারি শিক্ষক পদে প্রাথমিক নির্বাচনের ফল প্রকাশ করা হয় গত ১২ মার্চ। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এন্ট্রি লেভেলে শিক্ষকদের শূণ্যপদ পূরণের লক্ষ্যে চতুর্থ গণবিজ্ঞপ্তি-২০২২ অনুযায়ী প্রতিষ্ঠানের চাহিদা মোতাবেক বিভিন্ন স্তরে নিবন্ধিত প্রার্থীদের অনলাইনে আবেদন গ্রহণ করা হয়। অনলাইনে প্রাপ্ত আবেদনগুলো পদ, বিষয় ও প্রতিষ্ঠানের ধরণ অনুযায়ী যাচাই বাছাই করে জাতীয় মেধা ও কোটা নিরূপণ সাপেক্ষে প্রার্থীর পছন্দক্রম অনুযায়ী নির্বাচন প্রক্রিয়া অনুসরণ করা হয়। উক্ত চতুর্থ গণবিজ্ঞপ্তির মাধ্যমে অনলাইনে গৃহীত আবেদনকারীর মধ্যে প্রাথমিকভাবে মোট ৩২, ৪৩৮ জন প্রার্থী নির্বাচিত হন যার মধ্যে নির্বাচিত পুরুষ প্রার্থীর সংখ্যা ২১, ৯১৬ জন এবং নির্বাচিত মহিলা প্রার্থীর সংখ্যা ১০, ৫২২ জন। সংশ্লিষ্ট নির্বাচিত প্রার্থীকে টেলিটক মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে জানানো হয়। এছাড়া প্রার্থীরা টেলিটকের ওয়েবসাইটে http://ngi.teletalk.com.bd/ প্রবেশ করে স্ব স্ব রোল/ ব্যাচ ব্যবহার করে প্রাথমিক নির্বাচনের ফল জানতে পারেন। উল্লেখ্য, উক্ত নিয়োগ-সংক্রান্ত (অনলাইনে আবেদন গ্রহণ, পরীক্ষার ফি গ্রহণ, প্রবেশপত্র প্রেরণ, ফল প্রকাশ ও নোটিফিকেশন ইত্যাদি) যাবতীয় বিষয়ে কারিগরি সহায়তা প্রদান করেছে টেলিটক বাংলাদেশ লিমিটেড। ফল প্রকাশ কার্যক্রমে উপস্থিত ছিলেন এনটিআরসিএ’র চেয়ারম্যান মো. এনামুল কাদের খান (অতিরিক্ত সচিব), এবিএম শওকত ইকবাল শাহীন (যুগ্ম সচিব), (সদস্য, শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান), মো. ওবায়দুর রহমান (উপসচিব) (সচিব, এনটিআরসিএ), কাজী কামরুল আহছান (উপসচিব), পরিচালক (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের মার্কেটিং অ্যান্ড ভ্যাস বিভাগের জেনারেল ম্যানেজার তাহমিনা খাতুন, অতিরিক্ত জেনারেল ম্যানেজার মুহাম্মদ আল-রাজ্জাকুজ্জামান, তানজির আহমেদ (সিনিয়র ম্যানেজার) এবং এবিএম মামুনসহ (ম্যানেজার) উভয় সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত