ঢাকা ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা বিষয়ে শিক্ষার্থীদের সমাবেশ

সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা বিষয়ে শিক্ষার্থীদের সমাবেশ

খুলনায় সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা বিষয়ে শিক্ষার্থীদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে মহানগরীর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিষ্ঠানের অডিটরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিআরটিএ খুলনা সার্কেল ও নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) খুলনা মহানগর শাখা এ সমাবেশের আয়োজন করে।

এতে প্রধান অতিথি ছিলেন বিআরটিএ খুলনা সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার তানভীর আহমেদ। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন নিসচার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম আজাদ হোসেন। লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. বাদশা খানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও নিসচার খুলনা মহানগর শাখার উপদেষ্টামণ্ডলীর সদস্য শ্যামল সিংহ রায়। অনুষ্ঠান সঞ্চালনা করেন নিসচার খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্না। বক্তব্য দেন নিসচার খুলনা মহানগর শাখার সহ-সাধারণ সম্পাদক মো. রুহুল আমীন তালুকদার সোহাগ, নিসচার খুলনা জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম এ রহিম, নিসচার খুলনা মহানগর শাখার কার্যনির্বাহী সদস্য আবু মুছা, মো. শামীম হোসেন প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে বিআরটিএ এর সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার তানভীর আহমেদ বলেন, ছাত্র-ছাত্রীদের সড়কে চলাচলের সময় অবশ্যই ট্রাফিক আইন মানতে হবে। প্রত্যেকটি স্কুল-কলেজের শিক্ষার্থীকে ট্রাফিক আইন সম্পর্কে জানতে হবে। নিজের জীবন রক্ষা করতে নিজেকেই সচেতন হতে হবে। সবাইকে নিয়ম মেনে পথ চলতে হবে। যত্রতত্র সড়ক পার হওয়া যাবে না। জেব্রা ক্রসিং ব্যবহার করে সড়ক পার হতে হবে। এলোমেলো রাস্তা পারাপারে সড়ক দুর্ঘটনার ঝুঁকি থাকে।

সমাবেশে প্রধান বক্তা নিসচার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম আজাদ হোসেন বলেন, সড়ক দুর্ঘটনা শুধু মানুষের জীবন সংহারই নয়, বরং আরও অনেক অপূরণীয় ক্ষতির বোঝা চাপিয়ে দেয়। নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সড়কে নিরাপদে চলাচলের জন্য দীর্ঘ দিন ধরে আন্দোলন করে আসছেন। মানুষ যাতে নিরাপদে ঘরে ফিরতে পারে সেজন্য নিসচার কর্মীরাও সারাদেশে কাজ করছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত