ঢাকা ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

ঢাকা ওয়াসা এগিয়ে যাচ্ছে, আরো এগিয়ে যাবে : স্থানীয় সরকার মন্ত্রী

ঢাকা ওয়াসা এগিয়ে যাচ্ছে, আরো এগিয়ে যাবে : স্থানীয় সরকার মন্ত্রী

গতকাল বৃহস্পতিবার স্থানীয় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ঢাকা ওয়াসা ২০২১-২২ অর্থবছরের জন্য ‘Bill Collection Award’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মুসলিম চৌধুরী, কমট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অব বাংলাদেশ, মোহাম্মদ খাইরুল ইসলাম, অতিরিক্ত সচিব, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ড. প্রকৌশলী গোলাম মোস্তফা, চেয়ারম্যান, ঢাকা ওয়াসা বোর্ড। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ও সিইও প্রকৌশলী তাকসিম এ খান। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, আমাদের এই মাতৃভূমি বাংলাদেশ আজ সারা বিশ্বের জন্য একটি রোল মডেল। ১৯৭১ সালের মহান স্বাধীনতার যুদ্ধের আগে এ দেশের মাথা পিছু আয় ছিল মাত্র ৭৭ ডলার। দেশ স্বাধীন হওয়ার পর জাতির পিতা বঙ্গবন্ধুর সুদক্ষ নেতৃত্বে মাত্র সাড়ে তিন বছরে মাথাপিছু আয় দাঁড়ায় ২৭৭ ডলারে। বর্তমানে তাঁরই সুযোগ্য কন্যা, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র সঠিক দিকনির্দেশনায় দেশ আজ উন্নয়নের মহাসড়কে পৌঁছে গেছে। বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় ২৪০০ ডলারের উপরে। বর্তমান সরকারের গণতান্ত্রিক ধারাবাহিকতার ফলে এটি সম্ভব হয়েছে। ২০৪১ সালের মধ্যে বর্তমান বাংলাদেশ SMART বাংলাদেশ এ রূপান্তরিত হবে। তিনি আরো উল্লেখ করেন যে, রাজধানী ঢাকা একটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ শহর। তাই সেবাগুলো সুনিশ্চিত করতে ঢাকার জনসংখ্যা ও নাগরিক সুবিধা সামঞ্জস্যপূর্ণ হতে হবে। মন্ত্রী জানান, ২০০৯ সালে ঢাকা ওয়াসা’র বিল কালেকশনের পরিমাণ ছিল মাত্র ৪০০ কোটি টাকা। বর্তমানে ঢাকা ওয়াসা তার সেবার মান ও পরিসর বৃদ্ধি করে বার্ষিক ২০০০ কোটি টাকার বেশি বিল আদায় করতে পারছে। ডিজিটাল পদ্ধতিতে বিল পরিশোধের ব্যবস্থা থাকায় গ্রাহকরাও খুশি। পরিশেষে ‘Bill Collection Award’ এর মতো একটি সুন্দর অনুষ্ঠান আয়োজনের জন্য ঢাকা ওয়াসাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। সভাপতি তাকসিম এ খান ঢাকা ওয়াসাকে উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দৃড় প্রত্যয় ব্যক্ত করেন। ‘Bill Collection Award’ ঋণ-২০২১-২২ অনুষ্ঠানে প্রথম স্থান অধিকার করে ফার্ষ্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি., দ্বিতীয় স্থান অধিকার করে প্রিমিয়ার ব্যাংক লি., তৃতীয় স্থান অধিকার করে সাউথ ইষ্ট ব্যাংক লি.। অন্য ব্যাংকগুলোকে সম্মাননা সূচক সার্টিফিকেট প্রদান করা হয়। চা চক্রের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত