ঢাকা ০১ অক্টোবর ২০২৪, ১৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নারায়ণগঞ্জে নার্সিং ইনস্টিটিউট স্থাপন করবে নাসিক

নারায়ণগঞ্জে নার্সিং ইনস্টিটিউট স্থাপন করবে নাসিক

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১নং ওয়ার্ডের নগর মাতৃসদনে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও সোনার বাংলা ফাউন্ডশনের যৌথ উদ্যোগে নার্সিং ইনস্টিটিউট স্থাপন করা হবে। এ উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার বিকালে নাসিকের নগর ভবন সম্মেলন কক্ষে মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর উপস্থিতিতে একটি সমঝোতা স্মারক সাক্ষরিত হয়। সিটি করপোরেশনের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম এবং সোনার বাংলা ফাউন্ডেশনের পক্ষে স্বাক্ষর করেন সাবেক সচিব ও এসবিএফের এমডি হোসনে আরা। এ সময় উপস্থিত ছিলেন নাসিকের স্বাস্থ্যবিভাগের প্রধান ডা. শেখ মোস্তফা আলী, নগর পরিকল্পনাবিদ মঈনুল ইসলাম, সোনার বাংলা ফাউন্ডেশন-বাংলাদেশের হেড অব অপারেশনস আল-ইমরান সরকার, কিডনি ডায়ালাইসিস সেন্টারের ম্যানেজার মো. বায়েজীদ প্রমুখ। নাসিকের স্বাস্থ্য বিভাগের প্রধান ডা. শেখ মোস্তফা আলী জানান, ২১নং ওয়ার্ডের নগর মাতৃসদনের চতুর্থ তলা থেকে ষষ্ঠ তলা পর্যন্ত নার্সিং ইনস্টিটিউটর কার্যক্রম চলবে। আগামী বছর জানুয়ারি থেকে অত্র প্রতিষ্ঠানে ভর্তির কার্যক্রম শুরু হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত