না.গঞ্জে পাসপোর্ট দালাল চক্রের ১৪ জন গ্রেপ্তার
প্রকাশ : ১৭ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন সাইনবোর্ড সংলগ্ন বাংলাদেশ নবজাতক হাসপাতালের পাশে সামাদবানু ভবনের দ্বিতীয় তলায় মা ডিজিটাল কালারল্যাব নামের দোকানের সামনে এবং তৃষা আদর্শ কর্পোরেশন মার্কেট এলাকা থেকে গত ১৫ মার্চ দুপুরে পাসপোর্ট দালাল চক্রের ২ মূলহোতাসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১ এর একটি টিম। গ্রেপ্তারকৃতরা হলো, নারায়ণগঞ্জ মহানগরের জালকুড়ি সিকদারবাড়ী পুল এলাকার বাসিন্দা আব্দুল মান্নানের ছেলে মূলহোতা মো. মুকুল মোল্লা (৩০), ফতুল্লা রেলস্টেশন এলাকার মো. সোলায়মানের ছেলে মূলহোতা সাইফুল ইসলাম (২৮), জালকুড়ির মৃত হাসান আলীর ছেলে মো. রাকিব (২৫), সোনারগাঁয়ের বাঘরি এলাকার মো. ফজলুল হকের ছেলে মো. আলমগীর (৩২), জালকুড়ি নাইন্তার পাড়া এলাকার মো. আমিন সিকদারের ছেলে মো. নবীন (১৮), তুষারধারা সাত্তার মিয়ার বাড়ির ভাড়াটিয়া মৃত আলাউদ্দিন খানের ছেলে মো. শফিকুল ইসলাম রানা (৩৫), ফতুল্লার পিলকুনি (মোল্লা বাড়ি) এলাকার বাসিন্দা মো. শাহজাহানের ছেলে মো. সাখায়েত উল্লাহ (৩০), বন্দর একরামপুর উইলসন রোড এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে মো. শফিকুল ইসলাম (৪৫), ফতুল্লার তুষারধারা সাদ্দাম মার্কেট এলাকার মৃত দেলোয়ার সিকদারের ছেলে মো. ইমরান হোসেন সুজন (৩৪), মিজমিজি সাহেবপাড়া বাজার আলম মুন্সীর বাড়িস্থ মো. গিয়াস উদ্দিন আহমেদের ছেলে মো. সিরাজ উদ্দিন সাজু (৩৯), ডেমরা মাহমুদ নগর এলাকার মৃত আমিন উল্লাহর ছেলে হাসান ইকবাল (৩৬), ৩৮/৪ আল্লামা ইকবাল রোডের মৃত আবুল কাশেমের ছেলে মো. জাহিদ (৪৫), সোনারগাঁয়ের মঙ্গলের গাঁও এলাকার মো. আলী মিয়ার ছেলে মো. মফিজুল (৩৫), সাইনবোর্ড শান্তিধারা সুজন মিয়ার বাড়ির ভাড়াটিয়া মৃত সিরাজুল ইসলামের ছেলে মো. সজিব (৩২)। উক্ত অভিযানে গ্রেফতারকৃত আসামির হেফাজত হতে ২২টি পাসপোর্ট, পাসপোর্ট ডেলিভারি স্লিপ-৪৮৭ কপি, এনআইডি কার্ড ১৯টি, রাবার সীল ৮টি, মোবাইল ফোন ২০টি এবং ৩১টি সিম উদ্ধার করা হয়।