ঢাকা ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

বিনা টিকিটে ভ্রমণের দায়ে বনলতার ১৪ যাত্রীকে জরিমানা

বিনা টিকিটে ভ্রমণের দায়ে বনলতার ১৪ যাত্রীকে জরিমানা

বিনা টিকিটে ভ্রমণ করার দায়ে বনলতা এক্সপ্রেস ট্রেনের ১৪ যাত্রীকে জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় তাদের এ জরিমানা করা হয়। এর আগে ঢাকার উদ্দেশে সকাল ৭টায় রাজশাহী রেলওয়ে স্টেশন ত্যাগ করে ট্রেনটি। জানা গেছে, পশ্চিম রেলের জিএম অসীম কুমার তালুকদার ট্রেন যাত্রীদের টিকিট চেক করেন। তিনি ট্রেনের প্রতিটি বগি ঘুরে টিকিট যাচাই করেন। এ সময় যে যাত্রীদের টিকিট নেই তাদের জরিমানার আওতায় আনেন।

জিএম অসীম কুমার তালুকদার গণমাধ্যমকে জানান, টিকিট ছাড়া কেউ রেল ভ্রমণ করতে পারবে না। তারা নিয়মিত অভিযান পরিচালনা করে থাকেন। গতকাল বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে বনলতা এক্সপ্রেস ট্রেনের ১৪ যাত্রীকে জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত