বিএসএমএমইউর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা, স্বেচ্ছায় রক্তদান

প্রকাশ : ১৮ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সংবাদ বিজ্ঞপ্তি

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে গতকাল শুক্রবার বিস্তারিত কর্মসূচি পালনের মাধ্যমে দিবসটি উদযাপিত হয়েছে। উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের নেতৃত্বে এসব কর্মসূচি পালনকালে উপাচার্য বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে ও বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার মাধ্যমে স্মার্ট ও উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ চক্ষু বিজ্ঞান বিভাগের বহির্বিভাগে নিজেও রোগী দেখেন। অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. পবিত্র কুমার দেবনাথ জানান, মেডিসিন, শিশু ও ডেন্টাল অনুষদে ১১৬৪ জন রোগীকে এবং সার্জারি অনুষদে ৬০২ জনসহ মোট ১৭৬৬ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।