ঢাকা ০১ অক্টোবর ২০২৪, ১৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

খুলনায় বৃষ্টিপাত, তরমুজের জন্য সুফল

খুলনায় বৃষ্টিপাত, তরমুজের জন্য সুফল

এবার বৈশাখের আগেই দেখা মিলল বছরের প্রথম কালবৈশাখির। গত বৃহস্পতিবার রাতে হঠাৎ ফুঁসে ওঠে শান্ত প্রকৃতি। শুরু হয় বৃষ্টিপাত। প্রথম বৃষ্টিপাত খুলনার তরমুজ চাষিদের জন্য নিয়ে এসেছে আশীর্বাদ। ভ্যাপসা গরমে বৃষ্টি অনেকটা স্বস্তি এনে দিয়েছে নগরবাসীকে।

জেলার দাকোপ, বটিয়াঘাটা, কয়রা, পাইকগাছা, ডুমুরিয়ার বিস্তীর্ণ মাঠজুড়ে তরমুজের সবুজ পাতায় বৃষ্টির পরশ পাওয়ায় ভীষণ খুশি চাষিরা। গতকাল শুক্রবার সকালে পাইকগাছা উপজেলার শান্তা বিলের তরমুজ চাষি শাফায়াত হোসেন গণমাধ্যমকে বলেন, ক্ষণিকের বৃষ্টি তরমুজ চাষিদের জন্য আশীর্বাদ এনে দিয়েছে। এখন সবুজ পাতায় বৃষ্টির ছোঁয়া পাওয়া গাছগুলো সতেজ হয়ে উঠবে। খুলনা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মো. আমিরুল আজাদ গণমাধ্যমকে বলেন, গত বৃহস্পতিবার দিনগত রাত ২টা থেকে ৩টা পর্যন্ত খুলনায় হালকা কালবৈশাখী ঝড় বৃষ্টি বয়ে গেছে। এ সময় বাতাসের সর্বোচ্চ গতি ছিল ঘণ্টায় ৩০ কিলোমিটার। বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পাঁচ মিলিমিটার। আগামী ৩-৪ দিন এ রকম বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত