মহাসড়কে ডাকাতিতে জড়িত চক্রের ৮ সদস্য গ্রেপ্তার

প্রকাশ : ১৮ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নারায়ণগঞ্জ প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া থানাধীন চর বাউসিয়া এলাকা থেকে গত ১৫ মার্চ রাতে ডাকাতির সময়ে মহাসড়ক ডাকাত চক্রের সর্দারসহ ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১ এর একটি টিম। এসময় বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তার চক্রটি দীর্ঘদিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি করে একটি মূর্তিমান আতঙ্ক হয়ে উঠেছিল। সংঘবদ্ধ এই ডাকাত চক্র মহাসড়কের সাধারণ যাত্রী ও বিদেশফেরত প্রবাসীদের ডাকাতি করে সর্বস্বান্ত করেছে ও অনেক ক্ষেত্রেই দেখা যায় যাত্রীদের গুরুতর আঘাতসহ হত্যার মতো ঘটনাও ঘটিয়েছে। গত দুই বছরে তারা এই মহাসড়কে ৫০টির অধিক ডাকাতি করেছে বলে স্বীকারোক্তি প্রদান করে। গতকাল শুক্রবার সকালে র‍্যাব-১১ সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার ও স্কোয়াড্রন লিডার একেএম মুনিরুল আলম এক সংবাদ সম্মেলনে জানান, ডাকাতি নিরসনে র‍্যাব-১১ দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত অভিযানে টহল কার্যক্রম পরিচালনা করে আসছে এবং বিগত এক বছরে ডাকাতির বিরুদ্ধে ৩০টি অভিযান পরিচালনা করেছে এবং মোট ১১৪ জন ডাকাতকে বিপুল পরিমাণ অস্ত্রসহ গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে।