সরকারি কর্ম কমিশনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস পালিত

প্রকাশ : ১৯ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সংবাদ বিজ্ঞপ্তি

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে গত শুক্রবার সকাল ৯:৩০ মিনিটে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস’ পালন করা হয়। অনুষ্ঠানের শুরুতে কমিশন চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ ও বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। আলোচ্য অনুষ্ঠানে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান, বিজ্ঞ সদস্যরা এবং কমিশন সচিবালয়ের সচিব উপস্থিত ছিলেন। এছাড়াও কমিশনের সব কর্মকর্তা ও কর্মচারী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এ উপলক্ষ্যে কমিশন ভবন ও চত্বরে ড্রপ ডাউন ব্যানার স্থাপন এবং আলোক সজ্জা করা হয়েছে।