ঢাকা ০২ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নারায়ণগঞ্জে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নারায়ণগঞ্জে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ বিভাগ। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কেএম ইশমামের নেতৃত্বে বৃহস্পতিবার দুপুর বারোটা থেকে বিকাল পর্যন্ত ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পূর্ব পাশে এই অভিযান পরিচালিত হয়। এসময় শিবু মার্কেট থেকে সস্তাপুর পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকায় শতাধিক অবৈধ দোকানপাটসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের আধাপাকা ও সেমিপাকা স্থাপনা ভেঙ্গে গুঁড়িয়ে দেয়া হয়। আইনশৃংখলা বাহিনীর সহযোগিতায় পরিচালিত এই উচ্ছেদ অভিযানে ডিপিডিসি ও ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট বেশ কয়েকটি সরকারি সংস্থা সহযোগিতা করে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কেএম ইশমাম জানান, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের দু’পাশে বিপুল পরিমাণ জায়গা ১৯৬৭ সালে সড়ক ও জনপথ বিভাগের নামে অধিগ্রহণ করা হয়। তবে জায়গাগুলো দীর্ঘদিন যাবত স্থানীয় প্রভাবশালীরা অবৈধভাবে ভোগ দখল করে আসছিল। সড়কটি ছয় লেনে উন্নীতকরণ ও সংস্কার কাজে জায়গাগুলো ব্যবহারের প্রয়োজন হওয়ায় অবৈধ দখল থেকে পুনরুদ্ধার করতে উচ্ছেদ করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত