রংপুরে ফসলের রোগ দমনে কৃষক প্রশিক্ষণ

প্রকাশ : ২৪ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রংপুর ব্যুরো

ডাল ও সবজি ফসলের রোগ দমনে জৈব ছত্রাক নাশকের ব্যবহার শীর্ষক এক কৃষক প্রশিক্ষণ গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) রংপুর তাজহাট উপকেন্দ্রে আয়োজন করা হয়।

এতে প্রধান অতথি ছিলেন বিনার মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন রংপুর কৃষি সম্প্রসারণ অধদিপ্তরের উপ-পরিচালক মো. ওবায়দুর রহমান মন্ডল, বিনা কর্মসূিচ পরিচালক ড. মাহবুব কনজি হাসনা, এসএস ও ড. মাহবুবুল হক, কৃষিবিদ ড. হারুন অর রশিদ। এতে সভাপতিত্ব করেন বিনার ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মোহাম্মদ আলী। এ সময় বক্তব্য দেন উপসহকারী কৃষি কর্মাকর্তা মো. আলমগীর হোসেন, কৃষক রবিউল ইসলাম, বিনার বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মামুমুদ হাসান, মোতাব্বের রহমান প্রমুখ।