ঢাকা ০২ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সুশাসন প্রতিষ্ঠায় ন্যায়বিচার জরুরি : এটর্নি জেনারেল

সুশাসন প্রতিষ্ঠায় ন্যায়বিচার জরুরি : এটর্নি জেনারেল

এটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন বলেছেন, সুশাসন প্রতিষ্ঠায় ন্যায়বিচার অত্যান্ত জরুরি। আর ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হলে ন্যায়, নিষ্ঠ ও আদর্শবান আইনজীবীর কোনো বিকল্প নেই। একুশে পদকপ্রাপ্ত শিল্পপতি ও শিক্ষানুরাগী আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান প্রতিষ্ঠিত ইউআইটিএস’র আইন বিভাগ যুগোপযোগী শিক্ষাদানের মাধ্যমে একদল আদর্শবান, দক্ষ ও বিজ্ঞ আইনজীবী তৈরি করছে বলে আমি বিশ্বাস করি। যারা সুষ্ঠু ও ন্যায়বিচার প্রাপ্তিতে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে, শান্তিপূর্ণ দেশ গড়ায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে। গতকাল এটর্নি জেনারেল নবীন ও বিদায়ী শিক্ষার্থী এবং বাংলাদেশ বার কাউন্সিলের নতুন তালিকাভুক্ত বিজ্ঞ আইনজীবীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। রাজধানীস্থ ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) আইন বিভাগের উদ্যোগে গতকাল বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ে নিজস্ব ক্যাম্পাসে আয়োজিত বসন্তকালীন সেমিস্টার ২০২৩-এর নবীন শিক্ষার্থীদের বরণ, শেষবর্ষের শিক্ষার্থীদের বিদায় ও বিভাগীয় সাবেক কৃতী শিক্ষার্থীরা বাংলাদেশ বার কাউন্সিলের বিজ্ঞ আইনজীবী হিসেবে নতুন তালিকাভুক্ত হওয়ায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউআইটিএস বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য এবং পিএইচপি ফ্যামিলির পরিচালক মোহাম্মদ আলী হোসেন, সম্মানীয় অতিথি ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান মো. রবিউল আলম বুদু। ইউআইটিএস’র কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর ও স্যার এএফ রহমান হলের সিটিং প্রভোস্ট এবং ইউআইটিএস বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক ড. কেএম সাইফুল ইসলাম খান। স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ সুপ্রিমকোর্টের বিজ্ঞ আইনজীবী, ইউআইটিএস’র আইন উপদেষ্টা ও আইন অনুষদের ডিন, অ্যাডভোকেট ড. মো. আব্দুল মান্নান ভূঁইয়া। পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আ ন ম শরীফসহ অনুষদগুলোর ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, বিভাগীয় প্রধান, বিশিষ্ট শিক্ষাবিদ, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভাগীয় সব শিক্ষক-শিক্ষার্থী, এলামনাই, কর্মকর্তা-কর্মচারী ও অভিভাবকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথি ও সংবর্ধিতদের ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত