আজমেরী ওসমান ও তার মা সেই চেয়ারম্যানের বাড়িতে

প্রকাশ : ২৬ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের বন্দরে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষ ও গুলিবর্ষণের ৯ দিন পর প্রয়াত জাতীয় পার্টির নেতা ও কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রাইসুল হক পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের সহধর্মিণী পারভীন ওসমান ও তার ছেলে আজমেরী ওসমান। গতকাল শনিবার দুপুরে ফরাজিকান্দায় অবস্থিত রাইসুল হক চেয়ারম্যানের বাড়িতে উপস্থিত হন তারা। এসময় সংঘর্ষের বিষয়টি ভুল বোঝাবুঝি উল্লেখ করে ভুক্তভোগী পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন আজমেরী ওসমান। একই সঙ্গে থানায় দায়ের করা মামলা প্রত্যাহার করারও অনুরোধ জানানো হয়। পারভেজের পরিবার জানায়, গুলিবিদ্ধ পারভেজ ও তার স্ত্রী সুমার খোঁজখবর নেন তারা। পরে পুরো বিষয়টি ভুল বোঝাবুঝি উল্লেখ করে এই ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেন। মামলা প্রত্যাহারের অনুরোধ করা হয়েছে কি না এমন প্রশ্নে বলেন, আমার সামনে এমন কোনো কথা হয়নি। এই বিষয়ে তাদের কিছু বলতে শুনিনি। তবে আজকে তারা আমার ভাই ও ভাবীর খোঁজখবর নিয়েছেন এবং দুঃখপ্রকাশ করেছেন। ১৬ মার্চ দুপুরে বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান সেতুর পূর্ব পাশে শীতলক্ষ্যার তীরে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ফরাজিকান্দা বাজারের পাশে একটি জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে যেখানে এক পক্ষের মহড়া দেখায় আলোচিত হোন্ডাবাহিনীর সদস্যরা।