ঢাকা ০২ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ইভিএমে ভোট বিড়ম্বনা দূরীকরণে রংপুরে বায়োমেট্রিক পাইলটিং

ইভিএমে ভোট বিড়ম্বনা দূরীকরণে রংপুরে বায়োমেট্রিক পাইলটিং

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএমে ভোট বিড়ম্বনা দূরীকরণে দেশের ১০ বিভাগের মতো রংপুর মহানগরীতেও শুরু হয়েছে ২০১৭-১৮ সালের ভোটারদের মধ্যে বায়োমেট্রিক পাইলটিং কর্মসূচি। গতকাল সোমবার সকালে রংপুর সিটি করপোরেশনের ১৮নং ওয়ার্ডের কারামতিয়া উচ্চবিদ্যালয় মাঠে এ পাইলটিং কর্মসূচির উদ্বোধন করেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ ফরহাদ হোসেন।

তিন দিনব্যাপী বায়োমেট্রিক পাইলটিং কর্মসূচিতে ওই ওয়ার্ডের ৪০৫ জন ভোটারের মধ্যে চলছে এ কার্যক্রম। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোটের কার্যক্রম চলমান রাখতে এ কর্মসূচি গ্রহণ করেছে নির্বাচন কমিশন। এ কার্যক্রম পর্যায়ক্রমে সিটি এলাকার ৩৩টি ওয়ার্ডের ১৪ হাজার ৯৯৬ জন ভোটারের মধ্য শুরু হবে। এ সময় জেলা নির্বাচন অফিস জানায়, বায়োমেট্রিক পাইলটিং কর্মসূচি দেশের ১০টি বিভাগীয় মহানগরী এলাকায় চলছে। এটি সফল হলে যেসব এলাকায় ইভিএম ব্যবহার হবে, সেই সব এলাকায় এ বায়োমেট্রিক কর্মসূচী শুরু করা হবে। উদ্বোধনী কর্মসূচিতে উপস্থিত ছিলেন রংপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর চান্দু মিয়া প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত