ইভিএমে ভোট বিড়ম্বনা দূরীকরণে রংপুরে বায়োমেট্রিক পাইলটিং

প্রকাশ : ২৮ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রংপুর ব্যুরো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএমে ভোট বিড়ম্বনা দূরীকরণে দেশের ১০ বিভাগের মতো রংপুর মহানগরীতেও শুরু হয়েছে ২০১৭-১৮ সালের ভোটারদের মধ্যে বায়োমেট্রিক পাইলটিং কর্মসূচি। গতকাল সোমবার সকালে রংপুর সিটি করপোরেশনের ১৮নং ওয়ার্ডের কারামতিয়া উচ্চবিদ্যালয় মাঠে এ পাইলটিং কর্মসূচির উদ্বোধন করেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ ফরহাদ হোসেন।

তিন দিনব্যাপী বায়োমেট্রিক পাইলটিং কর্মসূচিতে ওই ওয়ার্ডের ৪০৫ জন ভোটারের মধ্যে চলছে এ কার্যক্রম। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোটের কার্যক্রম চলমান রাখতে এ কর্মসূচি গ্রহণ করেছে নির্বাচন কমিশন। এ কার্যক্রম পর্যায়ক্রমে সিটি এলাকার ৩৩টি ওয়ার্ডের ১৪ হাজার ৯৯৬ জন ভোটারের মধ্য শুরু হবে। এ সময় জেলা নির্বাচন অফিস জানায়, বায়োমেট্রিক পাইলটিং কর্মসূচি দেশের ১০টি বিভাগীয় মহানগরী এলাকায় চলছে। এটি সফল হলে যেসব এলাকায় ইভিএম ব্যবহার হবে, সেই সব এলাকায় এ বায়োমেট্রিক কর্মসূচী শুরু করা হবে। উদ্বোধনী কর্মসূচিতে উপস্থিত ছিলেন রংপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর চান্দু মিয়া প্রমুখ।