বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব নাট্যদিবস পালিত

প্রকাশ : ২৯ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সংবাদ বিজ্ঞপ্তি

২৭ মার্চ ছিল ‘বিশ্ব নাট্যদিবস’। দিনটি উপলক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, আইটিআই বাংলাদেশ কেন্দ্র, গ্রুপ থিয়েটার ফেডারেশন ও পথনাটক পরিষদের সম্মিলিত আয়োজনে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব নাট্যদিবস ২০২৩।

নাট্যকর্মী, অভিনয় শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বাংলাদেশ শিল্পকলা একাডেমির অংশগ্রহণে বিকাল ৫টায় বের করা হয় বিশ্ব নাট্যদিবসের বর্ণাঢ্য শোভাযাত্রা। এটি একাডেমির জাতীয় নাট্যশালার সামনে থেকে বের হয়ে চারুকলা ভবনে গিয়ে শেষ হয়। পরে সন্ধ্যা ৬টায় একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজায় আয়োজন করা হয় প্রীতি সম্মিলনীর। ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে আয়োজিত হয় আলোচনা অনুষ্ঠান।

অনুষ্ঠানের আলোচনা পর্বে ছিল- বিশ্ব নাট্যদিবসের বাণী পাঠ, জাতীয় বাণী প্রদান, সম্মাননা প্রদান এবং বিশ্ব নাট্য দিবসের বক্তৃতা। আলোচনা পর্বে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সম্মানিত মহাপরিচালক লিয়াকত আলী লাকী। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন, ইন্টারন্যাশনাল থিয়েটার ইন্সটিটিউট বাংলাদেশ কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুস সেলিম, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সেক্রেটারি জেনারেল চন্দন রেজা এবং বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি মিজানুর রহমান।

এবারের বিশ্বনাট্য দিবসের আন্তর্জাতিক বাণী প্রদান করেছেন মিশরের বরেণ্য অভিনেত্রী এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব সামিহা আইয়ুব। তার বাণী পাঠ করেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমণ্ডলীর সদস্য নাট্যজন লাকী ইনাম। এবারের বিশ্বনাট্যদিবসের জাতীয় বাণী প্রদান করেছেন নাট্যাভিনেতা ও নির্দেশক লিয়াকত আলী লাকী। জাতীয় বাণী পাঠ করেন তিনি।

আলোচনা পর্বের পর প্রদান করা হয় বিশ্ব নাট্যদিবসের সম্মাননা। করোনার কারণে তিন বছর কোনো অনুষ্ঠান না হওয়ায় এবার গত বছরের সম্মননাও তুলে দেয়া হয়। দেশের নাট্যাঙ্গনে বিশেষ অবদান রাখায় বিশ্ব নাট্য দিবসে সম্মাননা তুলে দেয়া হয় তাদের।

২০২০ সালের বিশ্ব নাট্যদিবসের সম্মাননা প্রাপ্তরা হলেন- নাট্যকার ও নির্দেশক মিলন চৌধুরী এবং অভিনেতা ও সংগঠক পরেশ আচার্য্য। ২০২১ সালে সম্মাননা প্রাপ্ত হয়েছেন অভিনয় শিল্পী প্রয়াত লিলি চৌধুরী। শ্রদ্ধেয় লিলি চৌধুরীর পক্ষে তার সম্মাননা গ্রহণ করেন তার পুত্র আসিফ মুনীর। সম্মাননা তুলে দেন ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট বাংলাদেশ কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুস সেলিম। ২০২২ সালে মরণোত্তর সম্মাননায় ভূষিত হন অভিনয় শিল্পী, নাট্যকার ও নির্দেশক প্রয়াত মান্নান হীরা। তার পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন তার স্ত্রী সৈয়দা নাদিরা মান্নান। এবার বিশ্ব নাট্যদিবস ২০২৩ এর বিজয়ী হন অভিনয় শিল্পী, নাট্যকার ও নির্দেশক মামুনুর রশীদ। তাকে সম্মাননা স্মারক তুলে দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী লাকী।

পরে বিশ্বনাট্যদিবসের স্মারক বক্তৃতা দেন অভিনয় শিল্পী মাসুদ আলী খান। পরে সভাপতির বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।