রংপুর আবহাওয়া অফিস চত্বর

রাডার স্টেশন নির্মাণ কাজ উদ্বোধন

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রংপুর ব্যুরো

রংপুর আবহাওয়া অফিস চত্বরে ২৬০ কোটি টাকা ব্যায়ে রাডার স্টেশন নির্মাণ কাজ উদ্বোধন করা হয়। গতকাল শুক্রবার বিকালে জাপানের জাইকার অর্থায়নে নতুন রাডার স্টেশনের কাজের আনুষ্ঠানিক ভিত্তি স্থাপন করেন আবহাওয়া অধিদপ্তরের মহাপরিচালক আজিজুর রহমান।

রংপুরে ২০২৫ সালের জুনের পর রাডারের কার্যক্রম শুরু হবে। রাডারের কাজ সম্পূর্ণ হলে রংপুরের আবহাওয়ার খবর রংপুরেই পাওয়া যাবে, কোথায় ঝড়, বৃষ্টি, কৃষি ক্ষেত্রসহ আবহাওয়া সংশ্লিষ্ট তথ্য ঘটে যাওয়ার ৬ ঘন্টা আগে পাওয়া যাবে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাডার স্টেশন প্রকল্প পরিচালক আহম্মেদ আরিফ রশিদ, রংপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান, জাইকার কর্মকর্তা ইহোসা উচি ও কানজি মরি। ঠিকাদারি প্রতিষ্ঠান শিমিজিউ এর তত্ত্বাবধানে কাজ পরিচালিত হবে। প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে ২০২৫ সালের এপ্রিল মাস পর্যন্ত।